পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

थाङ्कङ-खू.ञान्न । سو (ه বাত হয় বলিয়া “মৌসুমি বায়ু” নামে খ্যাত। কাৰ্ত্তিক অবধি চৈত্র-পর্য্যন্ত “ আগ্নেয়-বায়ু” ও বৈশাখ অবধি আশ্বিন পর্যন্ত “ বায়ব্য বায়ু ” বহিয়া থাকে। সমুদ্রে এই বায়ু অনুভূত হইবার পূৰ্ব্বেই ভূভাগে ইহার প্রচার হয়; এই প্রযুক্ত আগ্নেয় মৌসুম আরম্ভ হইবার অনেক পূৰ্ব্বে ফালগুন-মাসেই আমরণ মলয়ানিল সম্ভোগ করিয়া থাকি। প্রত্যেক মৌসুম আরম্ভ হইবার সময় বিপক্ষাগত বায়ুপ্রবাহের স^হননে প্রায়ঃ অত্যন্ত ঝড় বৃষ্টি তুফান হইয়া থাকে। নিরক্ষ-বৃত্তের দক্ষিণে দশ অণশ পৰ্য্যন্ত মৌসুমি-বায়ু শীতকালে বায়ুকোণহইতে ও গৃষ্মে অগ্নিকোণহইতে প্রবণত হয় । উত্তর-বাণিজ্য-বায়ুর যে মণ্ডল নিদিষ্ট হইল তাহারউত্তরে বায়ু সৰ্ব্বদা নৈঋত হইতে প্রবাত হয়, এ প্রযুক্ত তত্রত্য তাবৎ স্থান “ নৈঋত বায়ুর মণ্ডল ”; ও দক্ষিণ-বাণিজ্যবায়ু-মণ্ডলের দক্ষিণে বায়ু সৰ্ব্বদা বায়ুকোণহইতে প্রবাত হয় বলিয়া “বাঘব্য-বায়ুর মণ্ডল ” নামে বিখ্যাত। বায়ুসম্বন্ধে যাহা উক্ত হইল তাহ বায়ুর সাধারণ নিয়ম ; কেবল মহাসমুদ্রে ইহা প্রত্যক্ষ হয় ; পৰ্ব্বত, মরুভূমি, বন, উপত্যকা, নগরাদির বাধা বা সাহায্যে স্থানবিশেষে ইহার অনেক অন্যথা হইয় থাকে, কিন্তু এ স্থলে তাহার বর্ণন লেখা বাহুল্য। আরব-দেশের সিমুম নামক প্রাণ-সঞ্জাতক উত্তপ্ত বায়ুর বিবরণ পূৰ্ব্বে উক্ত হইয়াছে ; ঐ রূপ বায়ু অন্যত্র বালুকাময়-মরু-ভূমিতেও উৎপন্ন হইয়া থাকে । সমুদ্রতটে দিবাভাগে বায়ু নিয়ত সমুদ্রহইতে ভূম্যভি