পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꭽ © প্রাকৃত-ভূগোল । “বুটে” বা “ভূত” নামেও ইহা প্রসিদ্ধ আছে। এতদেশীয় সামান্য লোকে ইহা স্লশ করিলে পরিধেয়-বস্ত্র-পরিবত্ত্বনের বিধি দিয়া থাকে । সে যাহা হউক জলে যে প্রকারে অাবস্তন বা কলঙ্কুর জন্মে, বায়ুতে সেই রূপে ঘূর্ণিবায়ু জন্মে। প্রবলবায়ু-সঞ্চলন-সময়ে অনাবৃত স্থানে ধূলিরাশি ও শুষ্ক পত্ৰাদি লইয়া স্বম্ভাকারে আকাশে উত্থান করিতে এই বায়ুকে অনেকে দেখিয়াছেন। গ্রীষ্মকালে পঞ্জাব-দেশে এই প্রকারে ধূলিঝড় প্রায়ঃ প্রত্যহ হইয় থাকে। এই ঘূর্ণিবায়ু ঘূর্ণন করিতে ২ কদাপি উৰ্দ্ধে কদাপি বা অগ্রে গমন করে। ইহার ঘূর্ণন-মণ্ডলের পরিসর অধিক হইলে প্রায়ঃ অগ্র-গমনই সম্ভবে, এব^ তদ্বারা অনেক বিস্ময়জনক ঘটনাও ঘটিয়া থাকে। প্রস্তাব লেখক একদা দেখিয়াছিলেন, এক অল্পায়তন-ঘূর্ণিবায়ু এক রজকের ক্ষেত্র-প্রসারিত-কতকগুলি বস্ত্ৰ লইয়া সহস্রাধিক হস্তান্তরে নিক্ষেপ করে। বিলাতে ক্রয়ডন-নামক-স্থানে এই বায়ুকর্তৃক একদা এক হাস্যজনক ব্যাপার ঘটিয়াছিল ; তথায় এক বিস্তীর্ণ ক্ষেত্রে এক জন রজক অনেক বস্ত্র শুষ্ক-করিবার নিমিত্তে প্রসারিত করিয়া দিয়াছিল, এমত সময়ে এক ঘূর্ণিবায়ু আসিয়া ঐ সমস্ত বস্ত্র উত্তোলন করত ক্ষেত্ৰ-নিকটস্থ এক গিরিজার চূড়ায় বেষ্টিত করিয়া দিলেক । সামান্যতঃ এই বায়ুর বেগ অত্যন্ত গরিষ্ঠ বোধ হয় না ; পরন্তু ইহার ক্ষমতা কোনমতে সামান্য নহে । পশ্চিম ইণ্ডিস-দেশে এই বায়ু এক ২ সময়ে এমত ভয়ানক হয়, যে তাহার মনন করিতে হইলেও শরীরে