পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বায়ুর বিবরণ। b〜> লোমাঞ্চ হইয়া উঠে। কথিত আছে, যে এই বায়ু নগরোপরি দিয়া ভুমণ-করিবার সময়ে যে দিগ দিয়া প্রবাত হয়, সেই সারীর সমস্ত ইষ্টক কাষ্ঠাদি নিৰ্ম্মিত অট্টালিকা সমুলে উৎপাটন করিয়া শতাধিক হস্ত প্রশস্ত ও বহুক্রোশ দীর্ঘ সমভূম এক বক্স নিৰ্ম্মাণ করিয়া দিয়া যায় । এই অাখ্যান-শ্রবণানন্তর ঘূর্ণিবায়ু-কর্তৃক পুস্থরিণীর ঘাট-উৎপাটন-বিষয়ক এতদ্দেশে যে গল্প প্রচরিত আছে তাহ নিতান্ত অসম্ভব বোধ হয় না। এই বায়ুসহকারে বর্মুডা-দ্বীপে দুর্গের বপ্রহইতে অনেকবার প্রকাণ্ড ২ কামান উড়িয়া গিয়াছে। বাঙ্গাল ১২৪৪ অব্দে এই প্রকার ঘূর্ণিবায়ু ধাপ বেলিয়াঘাটাহক্টতে আরব্ধ হইয়া দক্ষিণ-দেশস্থ বেণিয়াপুকুর-পৰ্য্যন্ত প্রায়ঃ আট ক্রোশ পথ প্রস্থে অৰ্দ্ধ-পোয়ার মধ্যে ঘর-দ্বার-বৃক্ষ-প্রভৃতি যে কোন বস্তু ছিল, তৎতাবতের সমূলে উন্মলন ও ধ্বংস করিয়াছিল। তৎকর্তৃক প্রিনসেপ সাহেবের লবণের কুঠিহইতে কয়েকটা বি৭শত্যধিক মন ভারি লৌহ কটাহ উড়িয়া গিয়াছিল, এব^ ঈষ্টক নিৰ্ম্মিত প্রকাণ্ড স্তম্ভ ভয় হইয়া দুই তিন শত হস্তাবধি দূরে নিক্ষিপ্ত হইয়াছিল। এই ঘূর্ণিবায়ুর মণ্ডল শতাধিক-ক্রোশ পরিসরবান হইলে প্রকৃত “ঝড়’ নামে বিখ্যাত হয় ; ফলতঃ ঝড় মাত্রেই ঘূর্ণিবায়ু, কদাপি কোন ঝড় তীরের ন্যায় ঋজু-ভাবে এক দিগে গমন করে না ; সকলেই ঘূর্ণন করিতে ২ অগ্রসর হয় ; তথসময়ে যে কিছু পদার্থ তন্মধ্যে পড়ে তাহারও গতি ঐ ঝড়ের ন্যায় ঘটে। ঘুণনের মণ্ডল