পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bペ প্রাকৃত-ভূগোল । ছোট বড় হইতে পারে ; কিন্তু সকল ঝড়ের স্থলগতি ঐ প্রকার হয়। এই প্রযুক্ত ইহার ধৰ্ম্মজ্ঞাপক নাম রাথিতে হইলে ইহাকে “ বাতাবৰ্ত্ত” বলা যাক্টতে পারে । পাঠকবৃন্দের মনে আশু উদয় হইতে পারে, যে এই বড় অনিয়মে যে দিগে ইচ্ছা সেই দিগে হঠতে পারে : কিন্তু তাহা ভুম-মাত্র ; চন্দ্র-সূর্য্যের গতি যে প্রকার স্থির-নিয়মে নিম্পন্ন হয়, বাড়ও সেক্ট প্রকার অর্থ গুনীয় নিয়মের অধীন ; কদাপি তাহার অন্যথা হয় না। নিরক্ষবৃন্তের উত্তরের তাবৎ বড় পূর্দেহইতে উত্তর ও পশ্চিম দিয়া ঘুর্ণন করিতে ২ উত্তরাভিমুখে অগ্রসর হয়, ও নিরক্ষবৃত্তের দক্ষিণে মে সকল বড় হয় তাহা পশ্চিমহইতে উত্তর ও পূৰ্ব্ব দিয়া ঘূর্ণন করিতে ২ দক্ষিণে প্রস্থান করে। কোন ২ বড় এই প্রকারে কিয়দূর অগ্রগমন করত মণ্ডলাকারে প্রত্যাবৰ্ত্তন করে ; কিন্তু এ পর্যন্ত যত বড় দৃষ্ট হইয়াছে, তাহার কোনটায় ইহার অন্যমত অনুভূত হয় নাই। ৮৩ ও ৮৪ পৃষ্ঠে যে চিত্রদ্বয় মুদ্রিত হইল, তাহাতে এই গতির বিষয় স্লষ্ট বোধ হইবেক। শর-সকলের অগ্রভাগ যে দিগে বায়ুর গতি সেই দিগে কল্পিত হইয়াছে। এই নিয়ম জ্ঞাত থাকিলে নাবিকদিগের পক্ষে অত্যন্ত উপকার দর্শে, তদ্বারা তাহারণ অনায়াসে ঝড়হইতে পলায়ন করত পোত ও আত্ম-রক্ষা করিতে পারে। অনেক নাবিক এই বিদ্যার সাহায্যে ঝড়ে জলমগ্ন না হইয়া বহুদিবস-সাধ্য পথ অতি অল্প দিনের মধ্যে ভুমণ করিয়াছেন। অবিতর্কেরণ অনায়াসেই কহিয়া থাকে, ঝড় কি প্রকারে ভুমণ করে তাহার জ্ঞানে ফল কি ? কিন্তু ঝড়ের সময়ে