পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বায়ুর বিবরণ। Ꭽ☾ রথ-চক্রের ঘূর্ণন-সময়ে তাহার পরিধি অত্যন্ত-বেগে ঘূর্ণন করে, তদ্রুপ দ্রুতগতি তাহার নাভিতে দৃষ্ট হয় না; ফলতঃ নাভির মধ্যভাগ স্থির থাকে। বায়ুর ঘূর্ণনসময়ে তদ্বিপরীত ঘটন: প্রত্যক্ষ হয় ; ঝড়মণ্ডলের পরিধি যে বেগে ঘূর্ণন করে, তাহার মধ্যভাগে তদপেক্ষায় গুরুতর বেগ বোধ হয়। এই প্রযুক্ত ঝড়ের সময়ে যে স্থানে ঝড়মণ্ডলের মধ্যভাগ আসিয়া উপস্থিত হয় তথায় ভয়ঙ্কর উপদ্রব ঘটে ; তদনন্তর তথায় ঝড়মণ্ডলের শেষভাগ আইলে, প্রথমে মে দিগহইতে বায়ু আইসে তাহার বিপরীত দিগহইতে বায়ু প্রবাত হয়। বাতাবৰ্ত্তের ব্যাস সৰ্ব্বত্র সমান হয় না। পশ্চিম-ইণ্ডিসপ্রদেশে ৭৮ শত কদাপি ১০ শত জ্যোতিষী ক্রোশ ব্যাস নিরূপিত হইয়াছে। ভারত-সমুদ্রে ৪৫ শত ক্রোশ ব্যাস সৰ্ব্বদা ঘটে। চীন-সমুদ্রে এই ব্যাস সঙ্কীর্ণ হইয়া ১ শত বা ১০ শত ক্রোশ হয় । বাতাবত্তের গতির বিষয়েও অস্থিরতা আছে। তাহ। প্রতি ঘণ্টায় ৭ অবধি ৫০ জ্যোতিষী ক্রোশ স্থান ভুমণ করিতে পারে । বড় ভূভাগে প্রবাত হইলে পৰ্ব্বত-বৃক্ষ-বাট-প্রাচীরাদি-দ্বারা অবরোধিত, বিপথে গত, ও ত্বরায় নিস্তেজঃ, হয় ; সমুদ্রে তদ্রুপ কোন বাধা না থাকাতে অনায়াসে বহু-দূর-পৰ্য্যন্ত ভুমণ করে ; এব^ তথায় আপন ধৰ্ম্ম ও লক্ষণ উত্তমরূপে প্রচারিত করিয়া থাকে। এই প্রযুক্ত ঝড়ের ধৰ্ম্ম-নিৰূপণার্থে নাবিকেরা যাদৃশ অবকাশ প্রাপ্ত হয়, স্থলস্থ মনুষ্যের তাদৃশ সম্ভবে না ; অধিকন্তু এ