পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বায়ুর বিবরণ। ኪ” ጫ ভূগোলবেত্তারা “ বাতাবৰ্ত্ত-মণ্ডল ” নামে বিধান করেন। যে ঘূর্ণিবায়ুতে ধূলিধ্বজ উৎপন্ন হয়, তাহ। সমুদ্রে প্রবাত হইলে উৰ্দ্ধে জলাকর্ষণ করত জল-স্তম্ভ উৎপন্ন করে । ১১৯ সঙথ্যক তত্ত্ববোধিনী-পত্রিকায় এতদ্বিষয়ের একটি সুচারু প্রস্তাব প্রকটিত আছে ; পাঠকদিগের সূগোচরার্থে নিম্নে মুদ্রিত কতিপয় পঙক্তি তাহাহইতে উদ্ধৃত করিলাম। “ সমুদ্রের যে স্থানে জলস্তম্ভ উৎপন্ন হয়, তাহার উপ“ রিভাগে মেঘ থাকে। প্রথমে প্রবল ঘূর্ণিবায়ু উপস্থিত “ হইয়া তথাকার জল অত্যন্ত আন্দোলিত হয়, এব°N “ চারি পাশ্বের তরঙ্গ সমুদায় সেই স্থানের মধ্য-ভাগে “ দ্রুত-বেগে আগমন করিতে থাকে। প্রভূত জল ও “ জলীয় বাক্ষপ অবিলম্বে রাশীকৃত হইয় উঠে, এব^ “ বাষপময় একটা স্তণ্ডাকার স্তম্ভ উৎপন্ন হইয়া উর্দুদিকে “উত্থিত হয়, এবণ মেঘহইতেও ঐ রূপ আর একটা শুণ্ড “ অবতীর্ণ হইয় তাহার সহিত সপযুক্ত হয় । যে স্থানে “উভয় শুণ্ডের সম্পনোগ হয়, সে স্থানের বিস্তার ২/৩ ফুট “ মাত্র । শ্রবণ করাগিয়াছে, মৎকালে জলস্তম্ভ উৎপন্ন হয়, “ তখন এক প্রকার গম্ভীর শবদ শ্রুত হইতে থাকে । “ সকল জলস্তম্ভ সমান দীর্ঘ নহে ; এক একটার দৈর্ঘ্য “ নুনাধিক ১৭৫০ হাত পৰ্য্যন্ত হইয় থাকে। উহার পাশ্ব“ দেশ যেমন ঘোরাল দেখায়, মধ্যভাগ সেরূপ নহে। ইহা“ তে বোধ হয়, উহা শূন্য-গন্তু অর্থাৎ ফাপ | ***(এই “ স্তম্ভ) সতত এক স্থানেই স্থির থাকে এমত নহে; যে দিকে “ বায়ু বহে, সেই দিকে চলিয়া যায়; কিন্তু বায়ু না বহিলেও “ ইতস্তুতঃ চলিতে দেখা যায়। সতত এরূপ ঘটনাও ঘটিয়া