পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

レ* প্রাকৃত-ভূগোল । “ থাকে, যে উর্দ্ধ ও অধোভাগের বেগ সমান না থাকাতে, “ ক্রমে ক্রমে হেলিয়া পড়ে এবণ ছিন্ন ভিন্ন হইয়া যায় । “ তাহাতে যে বাপরাশি থাকে, তাহ বিক্ষিপ্ত হইয়া “ বায়ুর সহিত মিলিত হয়, অথবা সমুদ্রের উপর বৃষ্টি “ হইয় পড়ে। ছলস্তম্ভ কতক্ষণ থাকে তাহার নিশ্চয় “ নাই । কোন কোন টা উৎপন্ন হইবার অব্যবহিত “ পরক্ষণেষ্ট অন্তহিত হয়, কোন কোন টা প্রায়ঃ এক-ঘণ্ট। “ কাল-পর্য্যন্ত নষ্ট হয় না । আবার কোন কোন ট! “ উৎপন্ন হইয়া কিঞ্চিৎকাল দৃষ্টিগোচর থাকে, পরে “ আপনিই তিরোহিত হয়, এব°N পুনৰ্ব্বার আবির্ভূত হয় । “ এইরূপ তাহার বারম্বার আবির্ভাব ও তিরোভাব দে“ থিতে পাওয়া যায় । ত্রয়োদশ প্রকরণ । দেশীয় প্রাকৃত-ধর্ম। বায়ুর উষ্ণত । ঃঃ শীবাসে যে প্রকার স্বাস্থ্য সম্ভোগ হয়, কা 器 কলিকাতায় তদ্রুপ সুস্থতার প্রত্যাশা করা : 'es *** # যাইতে পারে না; ও কলিকাতার সুস্থত। ప్లీజ్ఞ్గణ్ణి রঙ পুরে নাই । অপর কলিকাতার সন্নিকটে যে সকল পশু, পক্ষী, শস্য, ফল, পুমপাদি উৎপন্ন, । হয় তত্তাবৎ কাশীতে সম্ভবে না ; ও কাশীর পশু, পক্ষী, শস্য, ফল, পুষ্প, কাবুলের তুল্য নহে। এই প্রকারে উৎ , পত্তি ও সুস্থত বিষয়ে প্রত্যেক দেশের আবান্তরিক ভেদ অাছে। ঐ ইতর-ভেদ-বিষয়ক দেশের অসাধারণ-ধৰ্ম্মের so: 筠#