পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৯৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেশীয় প্রাকৃত ধর্ম । ఎ* রিভাগে ভূমণ করিলে এই নিয়মানুসারে কেন্দ্র-নিকটস্থ স্থান-সকল এমত শীতাক্ত হইত, যে তথায় মনুষ্য বাস করিতে পারিত না । এষ্ট দোষের নিরাকরণার্থে সূর্য্যের অয়ন হইয়া থাকে, তদ্বারা কেন্দ্র-নিকটস্থ স্থান উত্তপ্ত হইয়া মনুষ্যাবাসের যোগ্য হয় । যে সময়ে সূৰ্য্য উত্তরায়ণান্ত-বৃত্তোপরি আইসেন, তৎকালে উত্তরকেন্দ্র-নিকটস্থ-স্থানে দিবামান অধিক, ও রাত্রিমান অল্প হয়। ঐ দবাভাগে পৃথিবী যে পরিমাণে সূর্য্যোত্তাপ সঙ্গুহ করে, অল্পমান-রাত্রিতে তত্তাবৎ শীতল হইতে পারে না, সুতরাণ প্রত্যহ-গ্রীষ্মের সঞ্চয় হইতে থাকে, ও তৎসাহায্যে শস্যাদি উৎপন্ন হয় । ৭০ অক্ষা^শস্থস্থানে নারোয়ে প্রদেশে এই প্রকারে গ্রীষ্মকালে তাপমান যন্ত্রের ৮০ তাপাশি গ্রীষু হইয় থাকে। অপর সূৰ্য্য দক্ষিণায়নে যাত্রা করিলে ক্রমশঃ দিবামান আল্প, ও রাত্রিমান অধিক হইতে থাকে, তথা ঐ রাত্রিতে সঙ্গুহিত শীতলতা অল্পমান-দিবসের উষ্ণতার অনায়াসে ধ্বংস করিয়া শীতের বৃদ্ধি করিয়া থাকে। শীতগ্রীষ্ণুের এই কারণ ; এব^ এই কারণেই সৰ্ব্বত্র ঋতুর ভেদ হয় । ২ । দেশের প্রাকৃত-ধৰ্ম্ম-ভেদের দ্বিতীয় কারণ, সমুদ্রজলসীমাহইতে তাহার উচ্চতা । যে দেশ সমুদ্র-জলসীমাহক্টতে যত উচ্চ তাহার উষ্ণতাও তদনুসারে হাস হয়, সুতরা^ তাহার সৌষ্ঠবেরও ভেদ হয়। নিরূপিত হইয়াছে, গ্রীষ্মমণ্ডলে, যেখানে সূর্য্যোত্তাপ অত্যন্ত প্রখর, তথায় সমুদ্র-জলসীমাহইতে ১০,০০০ হস্ত উচ্চস্থান এতাদৃশ শীতল যে তাহাতে প্রায়ঃ চিরকাল বরফ থাকে ।