পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఎ* প্রাকৃত-ভূগোল । ৩। সমুদ্র অতিশীঘু শীতল বা উষ্ণ হয় না; উষ্ণ-বায়ু তদুপরিভাগ দিয়া প্রবাত হইলে জলহিল্লোল-ল্পর্শে শীঘু শীতল হইয়া যায়, তথা শীত বায়ু তৎল্পর্শে ঐ জলের উষ্ণতা প্রাপ্ত হইয়া স্বয়ণ উষ্ণ হয়, কিন্তু জলকে আস্ত উষ্ণ বা শীতল করিতে পারে না । হিল্লোলে সমস্ত জল আন্দোলিত থাকাতে শীত বায়ু তাহার একাংশ বহুকাল স্লশ করিয়া থাকিতে পারে না, কারণ প্রতিক্ষণে নূতন উষ্ণ জল উঠিয়া বায়ুর শীতলতা হরণ করে। ভূমি সৰ্ব্বদা আন্দোলিত হয় না, বারির ন্যায় উষ্ণতা-চালনেও অশক্ত নহে, সুতরা^ তদুপরি বায়ু-গমন-সময়ে সেই ভূমি অনায়াসে তাহার ধৰ্ম্ম অপহরণ করে । এষ্ট প্রযুক্ত সমসূত্রে স্থিত দুই প্রদেশের যে স্থান ভূমিতে বেষ্টিত তাহাতে যে প্রকার অত্যন্ত শীত ও গ্রীযু ঘটিয়া থাকে, সমুদ্র-বেষ্টিত স্থানে তাদৃশ অত্যন্ত শীতাদি ঘটে না; ক্ষুদ্রদ্বীপ গ্রীষ্মকালে কদাপি অত্যন্ত উষ্ণ, বা শীতকালে অত্যন্ত শীতল, হয় না ; সৰ্ব্বদা অন্যত্রাপেক্ষায় সমভালে থাকে। কলিকাতা ও আফরিকার মধ্যদেশ উভয়েই সমসূত্রে অাছে, কিন্তু কলিকাতার নিকটে সমুদ্র থাকাতে আফরিকার মধ্যদেশে যাদৃশ গ্রীষ্মের প্রখরতা ইহাতে তাদৃশ প্রখরতা অনুভূত হয় না। সমুদ্রবায়ু শীতল হইবার যে কারণ উক্ত হইল, তভিন্ন অপর এক কারণ আছে। উক্ত বায়ু সমুদ্ৰ-দিয়া আসিবার সময়ে বাপের সহিত মিশ্রিত হওত শীতল হইয়া আইসে; ঐ বায়ু শুষ্ক ভূমুপিরি প্রবাত-হওন-সময়ে তাহার বাযপ ভূমিতে শোষিত হইয়া স্বয়^ শুষ্ক ও অসহ্য উষ্ণ হইয়ণ উঠে । ৪ । পৃথিব্যুপরি সুর্য্য-কিরণ-পতনের যে নিয়ম উক্ত