পাতা:প্রাচীন বাঙ্গলা সাহিত্যে মুসলমানের অবদান.djvu/১১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Σ' οίσ’ প্রাচীন বাঙ্গলা সাহিত্যে মুসলমানের অবদান AAAAASAAAAASA SAASAASSAAAAAAS AAAAA AAAAS AA SAAAAA AAAA AAAAMMMJAAA SAAA AAASS o ". Ao SSAAAASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAAAASA SAASAASSAAAASSSASAS SSAS SSAS SSAS SSAS বহু কষ্টে বাস্থর মা তাহাকে মানুষ করিতে লাগিল। পাড়াগায়ের অনাথা মেয়েদের এমন নিখুত ও খাটি দুরবস্থা আর কোন প্রাচীন কবি দিতে পারেন নাই, কবি কঙ্কন স্বয়ংও নহেন । বামুর মা এতটা সহিয়া ছিলেন এই আশায় যে, বাস্থ বড় হুইয়া স্বীয় জাতি-ব্যবসায় করিয়া সুখে সংসার করিবে । কিন্তু সে আশায় ছাই পড়িল, বামুকে কামু-কোচ ডাকাতি শিখাইল । ব্ৰহ্মপুত্র-গর্ভে বুড় বামুন ও বামুনীকে যে ইঙ্গরা কি নিষ্ঠুরভাবে হত্যা করিল, তাহার এরূপ পুঙ্খানুপুঙ্খ বর্ণন আছে, যাহাতে মনে হয় যেন চলচ্চিত্রের মত কবি হুবহু ছবি দেখাইতেছেন। সেই অমানুষিক নিষ্ঠুরতা করিয়া বামু বহু সম্পদ লইয়া বাড়ী আসিয়া তাহার মাতাকে ঝাপি দেখাইল— “কথা শুইন বাস্থর মা টোপলা যে খুলিল। আন্ধার ঘর আলো কইরা চক্ষু ভইরা গেল ॥ বেশর আছে, ঝুমকা আছে, আছে নাইরকল-ফুল। চিক আছে, সীতিআছে, আর কন্ন ফুল। সোনার মাথা বাজু আছে, আছে বুকের পাট । সোনার হাসলী গাথা আছে কান-খোচানী কঁাটা ॥ নতে আছে চুনি-মণি আর মুক্ত ঝুলমুল। গোণ্ড বাইশেক ভাবিজ আছে, আর যে বকফুল ৷ চন্দ্রহার, মুরুজ হার, রূপার বাকু খাড় । চরণ-পদ্মে বান্ধ রইছে গুঞ্জরী দুই গাছ সরু। সুলতানী মোহর আছে বাদশাহের টাকা । আর আছে ছোট বড় সোনা-রূপার চাক ॥ খইড়ক মুষ্টি আর আছিল আগুন পাটের শাড়ী। সোনার বাট, আভের র্কাকুই, সোনার আঙ্গুরী।"