পাতা:প্রাচীন বাঙ্গলা সাহিত্যে মুসলমানের অবদান.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন বাঙ্গল সাহিত্যে মুসলমানের অবদান * ভাষায় অভিজ্ঞ ডক্টর উইলিয়ম কেরি বলিয়াছিলেন—“আমি বিশেষরূপে উপলব্ধি করিয়াছি যে, ভারতীয় অপরাপর সমস্ত প্রাদেশিক ভাষা অপেক্ষা বাঙ্গলা ভাষা সৰ্ব্বতোভাবে শ্রেষ্ঠ।”* –এবং অন্তত্ৰ—“এই ভাষা প্রায় গ্রেটু বৃটেনের তুল্য এক বৃহৎ ভূ-ভাগে প্রচলিত এবং যথোচিত অনুশীলন হইলে স্বতঃসিদ্ধ সৌন্দর্য্যে ও সুস্পষ্টরূপভাব ব্যঞ্জনায় ইহা জগতের কোন ভাষা অপেক্ষ নিকৃষ্ট হইবে না।” ** চল্লিশ বৎসর পূৰ্ব্বে এফ, এইচ. ফ্রাইন বলিয়াছিলেন—“বাঙ্গলা ভাষা ইহার মধুরাক্ষরা শব্দসমৃদ্ধিতে ইটালিয়ান ভাষার সমকক্ষ, তৎসহ জটিল বিষয়সমূহ প্রকাশ করার পক্ষে জাৰ্ম্মাণ ভাষার স্তায় শক্তি বহন করে ” + কেন্থিজের ভূতপূৰ্ব্ব বাঙ্গলার অধ্যাপক শ্ৰীযুক্ত জে, ডি, এণ্ডারসন আই-সি-এস্ বলিয়াছেন—“আমার ধ্রুব বিশ্বাস যে, মনের ভাবের পূর্ণ অভিব্যক্তি করিবার উপযোগী এবং অমর কথার বাহন স্বরূপ যে সকল শ্রেষ্ঠ ভাষা জগতে বিদ্যমান, বাঙ্গলা ভাষা তাহার অন্ততম।” : যে সকল বাঙ্গালী এ ভাষার গৌরব না করিয়া বিদেশের আভিজাত্যের স্পৰ্দ্ধা করেন, তাহাদের “সোনা ফেলি” কেবল আঁচলে গেরো সার ।”

  • “Convinced I am that Bengali is intrinsically superior to all

other spoken Indian languages"—William Carrey By S. Pearce Carrey, M. A., pp 213. ‘ত্রিপুণর রাজমালা' দ্রষ্টব্য । * *.*This language current through an extent of country nearly equal to Great Bretain when properly cultivated will be inferior to none in elegance and perspecuity." + “This language unites the maltifluousness of Italian with the power possessed by German of rendering complex ideas"—F. H. Skrine.

  1. I am quite convinced that Bengali is one of the great

expressive languages of the world capable of being the vehicle of as great things as any speech of men."—J. D. Anderson.