পাতা:প্রাচীন বাঙ্গলা সাহিত্যে মুসলমানের অবদান.djvu/৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や8 প্রাচীন বাঙ্গলা সাহিত্যে মুসলমানের অবদান সুন্দর মগধ-পাগ মস্তকে শোভিত। নব-মেঘ জিনি জেন চন্দ্রম উদিত । দ্বিভীয়ার চন্দ্র জিনি ললাট শ্ৰীখণ্ড । ত্রিভঙ্গ ভঙ্গিম ভুরু কামের কোদণ্ড । গৃধিনী নিন্দিত চারু শ্রবণ যুগল। শুক-চষ্ণু জিনি ভাল নাসিক কোমল। ' মৃদু মন্দ মধুর সুন্দর মুখে হাসি। সুপারস-মিশ্রিত চপলা সুপ্রকাশি । দশন মুকুতা-পাতি অধর বঁাধুলা । মধুর স্বস্বর ভাষে কোকিল-কাকলী। কম্বুবর জিনিয়া কণ্ঠের পরিপাটী। নিৰ্ম্মল সুচারু বক্ষ সিংহ জিনি কটি। চন্দনের কুন্দে যেন কুন্দিল কন্দৰ্পে । শক্রবর্গ নাশ হয় ভুজযুগ দৰ্পে । স্বকোমল করতল পদ্ম নাল তুল। চম্পককলিকা জিনি সুন্দর আঙ্গুল ।" এখন কৃত্তিবাসী রামায়ণে বীরবাহুর যে যুদ্ধের পরিচয় পাওয়া সায়, তাহা প্রকৃতপক্ষে কবি চন্দ্রশঙ্করের লেখ । তিনি আলোয়ালের প্রায় সমসামরিক কবি। তিনি বীরভূমে বলিয়। রামের রূপ-বর্ণন! এইভাবের করিয়াছিলেন— “গজপৃষ্ঠ হৈতে বীর নেহ'লে ত্রীরাম। কপটে মনুষ্যদেহ দুৰ্ব্বাদল শ্যাম । চাচর চিকুর শোভে, চৌরস কপাল। প্রসন্ন শরীর রাম পরম দয়াল ৷