পাতা:প্রেমিক গুরু.djvu/৩১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨જે૭ প্রেমিক-গুরু এখন যে ভায়ে ভায়ে, পিতা পুত্রে, স্বামী স্ত্রীতে বিভিন্ন সমাজ ও বিভিন্ন ধৰ্ম্ম । তোমরা তবে সংস্কার করিবে কি ? মাথা নাই, মাথা ব্যথা হইবে কিরূপে ? আগে একতার বন্ধনে সমাজ সংস্থাপন কর, তৎপরে দোষ দেখিলে সংস্কার করিও । মৃত সমাজেদেহে আঘাত করির দেহের সমস্ত অঙ্গ গলিত করিওনা ; আগে সমাজদেহ সঞ্জীবিত কর, তৎপরে দুষিত অঙ্গ কাটিয়া ফেলিও, দেখিবে ঔষধ ও পথ্যে দুই দিনেই ক্ষতস্থান আরোগ্য হইয়া উঠিবে। আগে নিজে সংস্কৃত হও, ধৰ্ম্মলাভ কর, তৎপরে সংস্কার বা ধৰ্ম্মপ্রচার করিও । নিজে অন্ধ হইয়া, অন্ত অন্ধের পথ দেখাইতে গিয়া উভয়ে থানায় পড়িওনা । ব্রাহ্মণের নিন্দ করিবার পূৰ্ব্বে, অন্ত জাতির ভাবিয়া দেখা উচিত, সে জাতীয় ধৰ্ম্মে অধিষ্ঠাত কিনা । ভও সন্ন্যাসী বা বৈরাগীর অধঃপতনে দুঃখ প্রকাশ করিবার পূৰ্ব্বে ভাবিয়া দেখা কর্তব্য, আমি গাহস্থ্যি ধৰ্ম্ম যথাবিধি পালন করিতেছি কিনা ? আমরা যে আপন ভুলিয়া পরের দোষ দেখিতে শিথিয়াছি, ইহাই আমাদের জাতীয় অবনতির প্রধান কারণ । পরনিন্দ, পরালোচনা করিয়া দিন দিন আমরা অধঃপাতের চরমস্তরে নামিয়া পড়িতেছি । সুতরাং আমরা প্রথমতঃ পরের চিস্ত না করিয়া নিজকে ভাল করিতে চেষ্টা করি, পরে পরের ভাল করিবার জন্য জীবন উৎসর্গ করিব। বড় বড় কথার বক্ততা না দিয়া সৰ্ব্বাগ্রে শিক্ষা বিস্তারের চেষ্টা কর । আপামর সাধারণের মধ্যে শিক্ষাদানের ব্যবস্থা কর । প্রকৃত শিক্ষা লাভে যখন জীব, জগৎ ও ভগবানের অচ্ছেদ্য সম্বন্ধ হৃদয়ঙ্গম করিতে পারিবে, তখন ভগবান শঙ্করাচার্য্যের “মাতা চ পাৰ্ব্বতী দেবী পিত। দেবে মহেশ্বরঃ । বান্ধবাঃ শিবভক্তাশ্চ স্বদেশে ভুবনত্রয়ম্ ॥” এই সুমহান উদার-ভাব—অচ্ছেদ্য প্রেমের ভাব বুঝিতে পারিবে। তখন আমিত্বের সঙ্কীর্ণ গওঁ বিশ্বময় প্রদারিত হইবে, জগতের স্বার্থে আত্ম-স্বার্থ