পাতা:প্রেমিক গুরু.djvu/৩২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

l/e ব্ৰহ্মতত্ত্ব, ব্রহ্মবিচার, ব্রহ্মবাদ, প্রকৃতি ও পুরুষ, পৰ্কীকরণ, জীবাত্মা ও স্থূলদেহের বিশ্লেষণ, অনন্তরূপের প্রমাণ ও প্রতীতি, ব্ৰহ্ম ও জীবে বিভিন্নতা, সমাধি অভ্যাস, ব্ৰহ্মজ্ঞান, জ্ঞানযোগ বা জ্ঞানের সাধনা, ব্ৰহ্মানন্দ ও ব্রহ্ম-নিৰ্ব্বাণ । তৃতীয় খণ্ড—সাধনকাণ্ড সাধনার প্রয়োজন, মায়াবাদ, কুণ্ডলিনীসাধন, অষ্টাঙ্গযোগ ও তৎসাধন, প্রাণায়াম, সহিত প্রাণায়াম, সূৰ্য্যভেদ প্রাণায়াম, উজ্জায়ী প্রাণায়াম, শীতলী প্রাণায়াম, ভগ্রিক প্রাণায়াম, ভ্রামরী পাণায়াম, মূৰ্চ্চ প্রাণায়াম, কেবলী প্রাণায়াম, সমাধি সাধন, কুণ্ডলিনা উত্থাপন বা প্রকৃতি পুরুষযোগ, যোনিমুদ্রা সাধন, ভূতশুদ্ধি সাধন, রাজযোগ বা উদ্ধরেতার সাধন, নাদ বিন্দুযোগ বা ব্রহ্মচৰ্য্য সাধন, অজপা গায়ত্রী সাধন, ব্ৰহ্মানন্দ রস সাধন, জীবন্মুক্তি, যোগবলে দেহত্যাগ ও উপসংঙ্গর । এই গ্ৰন্থখানিকে যোগগুরুর দ্বিতীয় থও বলা যাইতে পারে। প্রকাও পুস্তক অথচ চতুর্থ সংস্করণ হইয়া গিয়াছে । গ্রন্থকারের চিত্রসহ ২॥• আড়াই টাকা মাত্র । পুস্তক দুইখানি হিন্দি ও ইংরাজি ভাষায় অনুবাদিত হইয়াছে ও হই, তেছে। অত্মজ্ঞানের অপূর্ণ আকাঙ্ক্ষ ধূরীভূত ও মানব জীবনের পূর্ণত্ব সাধনে র্যাহীদের ইচ্ছা, তাহাদিগকে এই পুস্তক ছুইখানি পাঠ করিতে অনুরোধ করি । তান্ত্রিক গুরু বা তন্ত্র ও সাধন পদ্ধতি এতদ্দেশে তন্ত্রমতেই দীক্ষা ও নিত্য নৈমিত্তিক ক্রিয়াকলাপ হইয়া থাকে। সুতরাং এ পুস্তকখানি যে সাধারণের বিশেষ প্রয়োজনীয়, এ কথা বলাই বাহুল্য। শাক্ত সম্প্রদায়ের প্রচলিত যাবতীয় সাধন পদ্ধতি এবং তৱাদি যুক্তির সহিত বিশ্লেষণ করা হইয়াছে। তৃতীয় সংস্করণ, গ্রন্থকারের চিত্রসহ-মূল্য ১দ• পৌণে দুই টাকা মাত্র