পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yds ফিরিঙ্গি বণিক করিয়া পণ্যরক্ষা বা রাজ্য-সংস্থাপনের জন্য লালায়িত হন নাই। পর্তুগালরাজ স্থলদুর্গের উন্নতিসাধন করিয়া, রাজ্যসংস্থাপনের জন্যই ব্যস্ত BB DBDDDDBB S DBBDtBDDB BODS BDDBDDBDS BDBBDLSS0 তাহাকে রাজার আদেশ শিরোধাৰ্য্য করিতে হইল। কিন্তু ইতিহাস এখন মুক্ত কণ্ঠে রাজা অপেক্ষ রাজপুরুষেরই প্রশংসাবাদ করিয়া আসিতেছে! ইমানু্যায়েল দূরে বসিয়া ভারতবর্ষেরই প্রকৃত অবস্থা হৃদয়ঙ্গম করিতে না পারিয়াই, রাজপ্ৰতিনিধির সমীচীন সৎপরামর্শে উপেক্ষা প্ৰদৰ্শন করিলেন । আলুমিল্ডা সহজে সম্মত হইলেন না । তিনি পুনঃপুনঃ প্ৰতিবাদ করিয়া লিখিয়া পাঠাইলেন,-“স্থলদুর্গের সংখ্যা বৃদ্ধি করিয়া রাজ্যসংস্থাপনের চেষ্টায় প্ৰবৃত্ত হইলে, প্ৰত্যেক দুর্গের সেনা-সংখ্যা অল্প হইয়া পড়িবে ; তাহারা সহজে পরাভূত হইয়া, ফিরিঙ্গি-বণিকের সর্বনাশসাধন করিবে ; তাহার পরিবৰ্ত্তে জলহুর্গের উপর নির্ভর করিলে, ভারত-সাগরে ফিরিঙ্গি-বণিকের প্রবল প্ৰতাপ চিরপ্রতিষ্ঠিত হইয়া, ভারত বাণিজ্যে তঁহাদের একাধিপত্য সংস্থাপিত করিয়া দিবে।” ভূত্য প্রভুকে যতদূর সতর্ক করিতে পারে, আলমিন্ড তাহার ত্রুটি করিলেন না। তিনি লিখিয়া পাঠাইলেন,-“ভারতবর্ষ হইতে মুসলমান বণিককে চিরনিৰ্ব্বাসিত করিবার প্রকৃত পথ আবিস্কৃত হইয়াছে ; সেই পথে অগ্রসর হইলে, ঈশ্বরোিচ্ছায় অচিরেই উদ্দেশ্য সফল হইতে পাৱিবে ।” ইমানু্যায়েল এই সকল প্রতিবাদে ধৈৰ্য্যাচু্যত হইয়া মনে করিলেন,- আলামিডা যাহা ভাল বুঝিবেন,তাহাই করিবেন ; তিনি হয় ত রাজাদেশ গ্ৰাহ করিবেন না! সুতরাং ইমানুয়েল র্তাহাকে পদচ্যুত করিয়া, তাহার স্থল অধিকার করিবার জন্য আলুবুকার্ককে রাজপ্রতিনিধি নিযুক্ত করিয়া ভারতবর্ষে প্রেরণ করিলেন । ভারতবর্ষ সম্বন্ধে আলবুকার্কের অভিজ্ঞতার অভাব ছিল না। তিনি