পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बांछियुळ * >金。 ভারতবর্ষে আসিয়া অতি অল্প সময়ে যেরূপ প্ৰতিষ্ঠালাভ করিয়া স্বদেশে প্ৰত্যাবৰ্ত্তন করিয়াছিলেন, তাহাতে রাজসদনে তঁাহার আধিপত্য প্ৰবল হইয়া উঠিয়াছিল। আলবুকার্ক সম্মুখের লাভের লোভে অন্ধ হইয়া, আলুমিন্ডার ন্যায়। ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করিতে পারেন নাই। তিনি বুঝিয়াছিলেন, রাজ্যবিস্তার না করিলে, ফিরিঙ্গি-বণিকের বাণিজ্য বিস্তারের অন্য পথ নাই । তিনি যাহা বুঝিয়েছিলেন, রাজাকেও তাহাঁই বুঝাইয়া দিয়াছিলেন। কিন্তু আলামিডা তঁহাকে মুৰ্থ, বাতুল, রাজপ্রতিনিধির উচ্চপদে নিযুক্ত হইবার সম্পূর্ণ অননুপযুক্ত বলিয়া প্ৰকাশ্যভাবে ব্যক্ত করিতে লাগিলেন ।* আলবুকার্ক নৌবাহিনী সমভিব্যাহারে আফ্রিকার পূর্বোেপকূলে উপনীত হইয়া, সোকোট্রা নামক বিখ্যাত বন্দর আক্রমণ করিলেন । এই বন্দর লোহিত্যসাগরের প্রবেশদ্বার প্রক্ষা করিয়া, মিসরের সহিত ভারতবর্ষের জলবাণিজ্যের প্রধান সহায় বলিয়া সুপরিচিত ছিল । এখানে বাণিজ্যোপলক্ষে বহু দেশের লোকের বসতি ছিল। এই বন্দর অধিকার করিবামাত্র আলবুকার্ক মুসলমানগণকে নিৰ্ব্বাসিত করিয়া, তঁহাদের তালবনে খৃষ্টানদিগের অধিকার সংস্থাপিত করিয়া দিলেন। সোকোটা অধিকার করিবার পর, আলবুকার্ক আরবদেশের উপকূলভাগ আক্রমণ করিলেন ; মঙ্কট নগরের উপর গোলাবর্ষণ করিয়া, পারস্যোপসাগরেও ফিরিঙ্গি-বণিকের প্রাধান্য-সংস্থাপক সন্ধি স্থাপিত করিতে কৃতকাৰ্য্য হইলেন । তিনি ১৫০৮ খৃষ্টাব্দের শেষে ক্যানানোরে উপনীত হইয়া, আলুমিডাকে নিয়োগপত্র দেখাইলেন। আলুমিডা তখন পুত্র te. He constantly referred to Albuquerque as a “fool' and a “mad man" and thcre can be little doubt but that he actually did bring his mind to consider him unfit to administer the affairs of the Indian trade :-Danver's Portuguese in India Wol. I. p. 147.