পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s ফিরিঙ্গি বণিক শোকের প্রতিশোধ-কামনায় যুদ্ধের আয়োজন করিতে ব্যাপৃত ছিলেন। সুতরাং ডিউ নগরের নিকটবৰ্ত্তী মহাযুদ্ধ শেষ না হওয়া পৰ্য্যন্ত আলমিল্ড পদত্যাগ করিলেন না ; অগত্যা আলবুকার্ক যুদ্ধাবসানের প্রতীক্ষা করিয়া রহিলেন । জলযুদ্ধে বিজয়লাভ করিয়া আলুমিডা যখন সগৌরবে মালাবারে প্ৰত্যাবৃত্ত হইলেন, তখন তিনি পদত্যাগ করিতে সম্মত হইলেন না । আলবুকার্ক তাহার জন্য পুনঃপুনঃ তর্জন গর্জন করায়, আলমিভা তাহাকে শৃঙ্খলাবদ্ধ করিয়া কারারুদ্ধ করিলেন ; এবং সেই ভাবেই তাহাকে পর্তুগালে প্রেরণ করিবেন বলিয়া ভয় প্রদর্শন করিতে লাগিলেন । ফিরিঙ্গি-বণিকের এই আকস্মিক গৃহকলহ ক্ষুদ্র কোচিন রাজ্যের রাজা প্ৰজার মনে আতঙ্ক সঞ্চার করিল । কিন্তু অল্পদিনের মধ্যেই পর্তুগাল হইতে আলবুকার্কের ভ্রাতুষ্পুত্র মার্শাল ডমফারনান্দ কুটিন হো রাজাদেশে নৌবাহিনীর অধিপতিরূপে ভারতসাগরে উপনীত হইবামাত্র আলামিডার চক্রান্তজাল ছিন্ন হইয়া গেল। আলবুকার্ক রাজ-প্ৰতিনিধির কাৰ্য্যভার প্রাপ্ত হইলেন, আলমিডা স্বদেশে প্রত্যাবৰ্ত্তন করিতে বাধ্য হইলেন । উত্তমাশা অন্তরীপ অতিক্ৰম করিয়া, আফ্রিকার দক্ষিণতটে খাদ্য ও পানীয় সংগ্রহের আয়োজন করিতে গিয়া, স্বদেশের বর্বর অধিবাসিগণের সহিত আলমিডার ভূত্যবৰ্গ বিবাদ বাধাইয়া দিল । আলামিডা তীরে অবতীর্ণ হইয়া ভূত্যবর্গের পৃষ্ঠরক্ষার চেষ্টা করিতে গিয়া, কণ্ঠে তীরবিদ্ধ হইয়া, সৈকতশয্যায় প্ৰাণত্যাগ করিলেন। আলামিডার তিরোভাবের সহিত ফিরিঙ্গি-বণিকের ভারত-বাণিজ্যনীতির প্রথম লক্ষ্য তিরোহিত হইয়া গেল। সে লক্ষ্যের সহিত যে লোভ আত্মপ্ৰকাশ করিয়াছিল, তাহ বাণিজ্য-লোভ,-প্ৰাচ্য-বাণিজ্যে একাধিপত্য বিস্তারের অর্থ-লোভত । তাহা ভারতসাগরতীরে সাম্রাজ্য