পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o88 ফিরিঙ্গি-বণিক যে সংঘর্ষে প্ৰাচ্য-প্ৰান্তীচ্যের পুরাতন সম্বন্ধ এইরূপে পরিবৰ্ত্তিত হইয়া গিয়াছে, তাহাতে সমগ্ৰ ইউরোপ সম্মিলিত শক্তিতে লিপ্ত হইলেও বিস্ময়ের অভাব থাকিত না। পর্তুগালের ন্যায় ক্ষুদ্র রাজ্যের চেষ্টায়। তাহা অতি অল্পকুলে সুসিদ্ধ হইয়াছিল বলিয়া, বিস্ময় আরও অধিক হইয়া রহিয়েেছ । তথাপি ভারত-বাণিজ্যের পুরাতত্ত্বের আলোচনায় প্ৰবৃত্ত হইলে, বিস্ময় দূরীভূত হইয়া যায়। যাহারা সত্যনিষ্ঠাকেই বাণিজ্যের একমাত্র সহায় বলিয়া জানিত, যাহারা বাহুবলের কথা বিস্মৃত হইয়া কৰ্ম্মবলকেই বাণিজ্য-ব্যাপারের প্রধান বল বলিয়া বুঝিত, যাহারা দসু্যবৃত্তিকে সৰ্ব্বান্তঃকরণে ঘূণা করিত, তাহারা ফিরিঙ্গি-বণিকের মত অশান্ত প্ৰতিদ্বন্দ্বীর সমকক্ষ ছিল না । * প্ৰাচ্য-শক্তি বিচ্ছিন্নভাবে বিবিধ স্থানে সীমাবদ্ধ ছিল ; প্ৰতীচ্য-শক্তি একত্ৰ সংহত হইয়া আঘাত করিবামাত্র বিচ্ছিন্ন প্ৰাচ্য-শক্তি একেবারে ছত্ৰভঙ্গ হইয়া গেল ! ফিরিঙ্গি-বণিকের বাণিজ্য-কলহের সহিত ধৰ্ম্ম-কলহ মিশ্রিত হইয়া গিয়াছিল। + মুসলমান-বিদ্বেষ ও খৃষ্টধৰ্ম্মানুরাগ উত্তরোত্তর প্রবল হইয়া ফিরিঙ্গি-বণিকের আত্মত্যাগকে তাহদের নিকট মহনীয় করিয়া তুলিয়াছিল। ফিরিঙ্গিগণ হাসিতে হাসিতে জীবন-বিসৰ্জন করিতে পারিত। কারণ, তাহদের যুদ্ধ ধৰ্ম্মযুদ্ধ,-ধৰ্ম্মবিস্তারের প্রধান উপায়।

  • Whilst sonne ships of Emperor Jalaluddin Mahammad Akbar which without a pass from the Portuguese had proceeded to Makkah, were returning from the port of jiddah, they looted them, and inflicted various molestations and humiliations on the Mussulmans, and set fire to the ports uf Adiabad and Farabin which belonged to Adil Shah, and ravaged thern completely,- Riaz-us-Salateen, p. 408.

t From the time of Albuquerque the inexorable issue between Catholicism and Islam in Asia stands forth, each side firmly believed itself fighting the battles of its God.-Sir. W. W. Hunter.