পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ब्रांछ1वांठ እቅዓ' প্ৰবল প্ৰতাপে প্ৰতিদ্বন্দিগণ র্তাহার পদচ্যুতির অপেক্ষায় কিছুকালের জন্য নিশ্চেষ্ট হইয়াছিল। তঁহার জীবন-বায়ুর অবসান হইলে, মুসলমানশক্তি আবার প্রধান্যলাভের জন্য ব্যস্ত হইয়া উঠিল। তুরস্কের সুলতান যতদিন মিশরের সুলতানকে পরাভূত করিবার জন্য যুদ্ধবিগ্রহে লিপ্ত ছিলেন, ততদিন মুসলমানের পক্ষে প্রবলপ্ৰতাপে ফিরিঙ্গি-বণিকের গতিরোধ করিবার সম্ভাবনা ছিল না। আলবুকার্কের মৃত্যুকালে সেই সম্ভাবনা প্রবল হইয়া উঠিল; মিশর তুরস্কে : নিকট পরাভূত হইবামাত্র তুরস্কের সুলতান ফিরিঙ্গি-বণিকের সািহত শক্তিপরীক্ষার আয়োজনে, প্ৰবৃত্ত হইলেন ।