পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* फ्रिशिक्रि-दकुि 萨 এক সময়ে গোয়া নগরী সমগ্ৰ ভূমণ্ডলের মধ্যে সৰ্ব্বোৎকৃষ্ট বাণিজ্যবন্দর বলিয়া খ্যাতি-লাভ করিয়াছিল। প্ৰাকৃতিক সংস্থানে গোয়া নগরী তৎকালে প্ৰধান বাণিজ্য-বন্দর বলিয়া পরিচিত হয় নাই । ফিরিঙ্গিবণিক রচনা-কৌশলে তাহাকে বাণিজ্যের উপযোগী করিয়া তুলিয়াছিলেন। মালাবার উপকূলে এরূপ স্থান অনেক ছিল ; যে কোনও স্থান এইরূপ সৌভাগ্য লাভ করিতে পারিত। কিন্তু এইখানে আসিয়া ফিরিঙ্গি-বণিক প্ৰাণপণে নব রাজধানীর গঠন-কাৰ্য্যে নিযুক্ত হইয়াছিলেন বলিয়াই, গোয়া নগরী অল্প দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ হইয়া উঠিয়াছিল। কোচিন, কালিকট প্রভৃতি পুরাতন বাণিজ্য-বন্দরের তিরোভাবের জন্যই গোয়া নগরীর প্রাদুর্ভাব হইয়াছিল। কিছুকাল তাহার প্রবল প্ৰতাপে সমস্ত সভ্যজগৎ বিস্মিত হইয়া উঠিয়াছিল। এখন তাহ আবার ধীরে ধীরে বিস্মৃতিসাগরে বিলীন হইতেছে।