পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ফিরিঙ্গি-বণিক নিকটই হউক, আর রাজাজ্ঞা-পরিপালক রাজকৰ্ম্মচারিবৃন্দের নিকটেই হউক, কাহারও নিকটেই সুবিচার লাভের আশা নাই। কোনও মুসলমানই আর পর্তুগীজগণকে বিশ্বাস করে না। হে রাজাধিরাজ ! আমরা ভিক্ষা চাহিতেছি,-কৃপা, কৃপা, কৃপা । রক্ষা কর, হে রাজাধিরাজ ! রক্ষা কর, কারণ, আমরা ডুবিয়া যাইতেছি।” * রাজা বহুদূরে অবস্থিত। তিনি রক্ষা করিতে পারিলেন না। যাহারা ক্ষুধাৰ্ত্ত ব্যান্ত্রের ন্যায়। ভারতবর্ষে উপনীত হইতে লাগিল, তাহাদের উপদ্রবে। সমগ্ৰ খৃষ্টান সমাজের নামই কলঙ্কযুক্ত হইতে লাগিল । ফিরিঙ্গির নাম বিভীষিকার আধার হইয়া উঠিল ;-লোকে তাহাকে ভয় করিত বটে, কিন্তু কেহই ঘূণা করিতে বিরত হইত না । । যে বাণিজ্য-নীতি কেবল আন্মোদর পূর্ণ করিবার জন্যই লালায়িত, তাহা কিছু দিন বিজয় লাভ করিতে পারিলেও, এক দিন না এক দিন পরাভূত হয়। সময় থাকিতে এই ঐতিহাসিক সত্যে আস্থাস্থাপন করিতে পারিলে, পর্তুগাল সহসা ভারত-বাণিজ্যের একাধিপত্য হইতে চিরবঞ্চিত হইত না । রাজা তাহা স্বীকার না করিয়া, স্বয়ং সকল লাভ আত্মসাৎ করিবার জন্য ব্যাকুল হইয়া উঠিয়াছিলেন ;-রাজকৰ্ম্মচারিগণ তাহার অনুকরণ করিয়া আত্মোেদর পূর্ণ করিবার জন্যই ব্যাকুল হইয়া te. In India there is no justice, either in your Viceroy, on 1 in those who are to mete it out. There is no Moor who will trust a Portuguese, e l e Senhor, we beg for mercy, mercy, mercy. Help us Senhor, help us ; for we are sinkingLetter of the Judge and Aldernen of Goa to the king, 25 November 1552. The ravenous hordes thus let loose on India made the race name of Christian ( Firingi) a word of terror-until the strong rule of the Mughal Empire turned it into one of contempt.-Sir W. Hunter's History of British India. vol I-p-84.