পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s ফিরিঙ্গি-বণিক ভারতবর্ষও এই যুগ-সন্ধিকালে নিতান্ত অবসন্ন হইয়া পড়িয়াছিল। তাহার রাজশক্তি শিথিল এবং বাণিজ্যশক্তি অন্তৰ্হিত হইয়া গিয়াছিল ; তাহার অধ্যবসায় কেবল রাষ্ট্রবিপ্লবের অবসরে নিত্য নূতন রাজ্য গঠনের জন্যই ব্যগ্ৰ হইয়া উঠিয়াছিল। পাঠানশক্তি খসিয়া পড়িতেছে ; মোগলশক্তি ভাল করিয়া প্ৰতিষ্ঠালাভ করিতে পারে নাই ; এইরূপ যুগসন্ধি কালে ভারতবাসিগণ স্বার্থসাধনের আপাতরম্য প্রলোভনে প্ৰলুব্ধ হইয়া জাতিগত স্বাৰ্থ বিস্মৃত হইয়া গেল । সেকেন্দার শাহ এসিয়াভিমুখে দিগ্বিজয়ে ধাবিত হইবার সময়ে সমগ্ৰ এসিয়াকে গ্ৰীকদেশের অনুকরণে গঠিত করিয়া তুলিবার সংকল্প করিয়াছিলেন। তঁহার সে সংকল্প অস্কুরেই বিনষ্ট হইয়া গিয়াছিল। এসিয়া গ্ৰীক বেশ ধারণ করে নাই ;-বরং গ্রীকদেশেই নানা বিষয়ে এসিয়ার ভাব প্রভাব বিস্তৃত করিবার সুযোগ লাভ করিয়াছিল। ফিরিঙ্গি-বণিক ভারতবর্ষে রাজধানী সংস্থাপিত করিয়া, ভারতবর্ষে ফিরিঙ্গি প্রভাব দৃঢ় প্রতিষ্ঠিত করিবার আশায়, এক অভিনব উপায় অবলম্বন করিতে প্ৰবৃত্ত হইলেন । ভারতবর্ষের নিম্নশ্রেণীর রমণীগণের সহিত ফিরিঙ্গি-সেনার বিবাহের ব্যবস্থা প্ৰচলিত হইল । রাজা তাহাতে উৎসাহ দান করিবার অভিপ্ৰায়ে নবদম্পতীর কল্যাণ কামনায় রাজকোষ হইতে বিবাহের ব্যয় নিৰ্বাহের ব্যবস্থা করিয়া দিলেন । কিন্তু ইহাতে হিতে বিপরীত হইল । নিম্নশ্রেণীর রমণীগণের সংসর্গে আসিয়া, ফিরিঙ্গি-সেনা দিন দিন অধিক BDDD BD DBDDBDS DOBS S SDLBLBD DDDDSDDB BDuLYS পরায়ণ হইয়া, ফিরিঙ্গির নাম অধিকতর ঘূণাস্পদ করিয়া তুলিল। যাহা বহু অধ্যবসায়ে গঠিত হইয়াছিল, তাহা বিলাস-তরঙ্গে ভাসিয়া যাইতে লাগিল ; কেহ কেহ তাহার জন্য আৰ্ত্তনাদ করিতে লাগিলেন ; কিন্তু কেহই তাহার গতি রোধ করিতে পারিলেন না । DBBD BEDSDDDLDB BtD DDu DBB DSDBB DDY