পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Cख्ला*ाiछिब्गारु ᏱᏩ Ꮔ যথাসময়ে বেতন প্ৰাপ্ত হইত। রাজার লাভ সঙ্কুচিত হইবামাত্ৰ বেতন-প্ৰাপ্তির অসুবিধা ঘটতে লাগিল । তখন তাহারা আর কি করিবে ? কেহ ভারতবাসীর নিকট বন্দুক বিক্রয় করিয়া, কেহ বা সুযোগ প্ৰাপ্ত হইবামাত্র দেশ লুণ্ঠনে প্ৰবৃত্ত হইয়া, কেহ দ্বারে দ্বারে ভিক্ষা করিয়া অন্নসংস্থান করিতে বাধ্য হইল। যাহার এইরূপে রাজকাৰ্য্য পরিত্যাগ করিতে বাধ্য হইল, তাহদের সন্তানসন্ততির দুৰ্দশার অবধি রহিল না। এইরূপে গোয়া নগরী এক দিকে ঐশ্বৰ্য্য গৰ্ব্বে উন্মত্ত, অন্য দিকে দুঃখদৈন্যে অভিভূত হইয়া পড়িল। যাহারা ধনী, তাহারা ধনাতিশয্য,-যাহারা দরিদ্র, তাহারা ধনাভাবে ধৰ্ম্মজ্ঞানশূন্য ;-সুতরাং সমগ্র রাজধানী ধৰ্ম্মজ্ঞানশূন্য হইয়া উঠিল। ফিরিঙ্গি-বণিকের অধীনে নিয়োগ প্ৰাপ্ত হইয়া যে সকল ভারতীয় সেনা ফিরিঙ্গির দিগ্বিজয় সাধনের সহায়তা করিয়াছিল, তাহদের মধ্যেও কেহ কেহ ধনশালী হইয়া উঠিয়াছিল। যাহারা এইরূপে ধনশালী হইবার সুযোগ লাভ করিয়াছিল, তাহারা ফিরিঙ্গির বিলাস-লালসার অনুকরণ করিতে শিক্ষা করিয়াছিল। যাহারা নিধন অবস্থায় রাজদত্ত সামান্য বেতনের বা লুণ্ঠনের লোভে সেনাদলে নিয়োগ লাভ করিতেছিল, তাহারা উচ্ছঙ্খল হইয়া উঠিতে লাগিল! শৌর্য্যে বীৰ্য্যে সমর-কৌশলে এই সকল ভারতীয় সেনা সৰ্ব্বাংশেই ফিরিঙ্গি সেনার সমকক্ষ হইয়া উঠিয়াছিল; * কিন্তু ইহাদের প্রভুভক্তি বা সমরকৌশল ইহাদিগকে রক্ষা করিতে পারিল না । ইহারাও ছত্ৰভঙ্গ হইয়া পড়িতে লাগিল । to Certify to your Highness that they are as good as ourPetro de Faria’s letter Ið’ January I 522.