পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰতিদ্বন্দ্বী ○也您 এখন স্পেনরাজ্য হইতে ষে ਸੈਸ অর্ণবপোত ভারতসাগরে উপনীত হইতে আরম্ভ করিল, অনধিকার-প্রবেশের অজুহাতে তাহার অঙ্গে হস্তক্ষেপ করিবার অধিকার রহিল না ; কারণ তাহা দ্বারা পোপের भांनम शख्चिड झूम्र मांझे ! পর্তুগাল-রাজ কিংকৰ্ত্তব্যবিমূঢ় হইয়া পড়িলেন। স্পেনের অধিপতি পঞ্চম চার্লস তখন সমগ্ৰ ইউরোপে পোপের দক্ষিণ হস্ত বলিয়া সুপরিচিত। তিনিই তখন সমগ্ৰ খৃষ্টান-সমাজের সর্বপ্রধান সম্রাট,- খৃষ্টধৰ্ম্মাচাৰ্য্য পোপ এবং খৃষ্টান সমাজের সর্বপ্রধান সম্রাট চার্লস তখন সৰ্ববাদিসন্মত প্ৰবল পুরুষ। তাহাদিগের উভয়ের বিরুদ্ধে খড়গ ধারণ করা পর্তুগালের ন্যায় ক্ষুদ্র রাজ্যের পক্ষে অসম্ভব। সম্রাট চালর্স তখন ইউরোপের স্থলযুদ্ধে নিতান্ত ব্যতিব্যস্ত । আমেরিকার একাংশে তঁহার অধিকার বিস্তৃত হইয়াছিল ; তথা হইতে বর্ষে বর্ষে রৌপ্য সংগৃহীত হইয়া রাজকোষে প্রেরিত হইত। আমেরিকা অপেক্ষাকৃত নিকটে-রৌপ্য অপেক্ষাকৃত অল্পায়াসে মুদ্রারূপে ব্যবহৃত হইতে পারিত। ভারতবর্ষ বহুদূরে,-বাণিজ্যের লাভ অধিক হইলেও, পণ্যদ্রব্যের ক্রয়বিক্রয়ে অর্থে পাৰ্জন করা নিতান্ত অনায়াসসাধ্য নহে । এরূপ ক্ষেত্রে ভারত-বাণিজ্যে অধিকার বিস্তারে অবসর প্রাপ্ত হইয়াও, সম্রাট চালােস তাহাতে অধিক ঔৎসুক্য প্ৰকাশ করিলেন না ১ পর্তুগাল-রাজ অর্থদান করিয়া ভারত-বাণিজ্যের একাধিপত্য রক্ষার্থ প্ৰস্তাব উত্থাপিত করিবামাত্র, সম্রাট অর্থ-বিনিময়ে মোলাক্কাস দ্বীপপুঞ্জে স্পেনের বাণিজ্যাধিকার পর্তুগালরাজের নিকট বিক্রয় করিলেন । ম্যাগেলেনের ভূপ্ৰদক্ষিণ-ব্ৰত সফল হইবামাত্র ইউরোপের ইতিহাসে যে যুগান্তরের সুত্রপাত হইয়াছিল, তাহাতে অনেক পুরাতন ব্যবস্থা পরিবৰ্ত্তিত হইতে আরম্ভ করিল। এতদিন এসিয়া কেবল পৰ্ত্ত গালের