পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

She ফিরিঙ্গি-বণিক দূরে থাকুক, কেবল বঁাচিয়া থাকিবার জম্বুই বহু বিদেশের উপর নির্ভর করিতে হইত। একে চারিদিকে তাহাতে আবার খাদ্যদ্রব্যের জন্যও বিদেশের সাহায্য আবশ্যক। এরূপ অবস্থায় ইংলণ্ডের অধিবাসিগণকে বাধ্য হইয়াই জলপথে বাণিজ্য-ব্যাপারে লিপ্ত হইতে হইয়াছিল। হল্যান্ত দ্বীপ না হইলেও, ইংলণ্ডের মতই একটি ক্ষুদ্র রাজ্য। তাহার পক্ষেও ইংলণ্ডের ন্যায় বহির্বাণিজ্যে লিপ্ত হইবার প্রয়োজন ছিল । এই দুই দেশের লোক বাণিজ্য-ব্যাপারে অর্থেপাৰ্জনের আশায় ভুবনভ্ৰমণে বহির্গত হইয়াছিল । পোপের শাসনে বাধ্য হইয়া ইহার কেবল উত্তর-সমুদ্রপথেই ভারতবর্ষে উপনীত হইবার চেষ্টা করিতেছিল। উত্তর-সমুদ্রপথে প্ৰাচ্য-বাণিজ্যে অধিকার বিস্তারের উপায় আবিস্কৃত হইলে, ইংলণ্ডের বা হল।াণ্ডের পক্ষে পোপের শাসন লঙ্ঘন করিবার প্রয়োজন উপস্থিত হইত না । কিন্তু চিরতুষারাবৃত মেরুমণ্ডলের চিরবন্ধুর যাত্রা-পথে অগ্রসর হইবার সম্ভাবনা যতই তিরোহিত হইতে চলিল, পোপের শাসন ততই অন্যায় অত্যাচার বলিয়া প্ৰতিভাত হইতে লাগিল। পর্তুগালের আনীত প্রাচ্য পণ্যদ্রব্য কুড়াইয়া লইয়া জীবিকার্জনের পথ উন্মুক্ত রাখিতে পারিলেও, পোপের শাসন লঙ্ঘন করিবার কল্পনা কাৰ্য্যে পরিণত করিতে বিলম্ব ঘাঁটিতে পারিত । ঘটনাক্ৰমে আন্টোয়ার্পের বাণিজ্যস্রোত সহসা শুষ্ক হইয়া গেল । ধৰ্ম্মবিপ্লবে ওলন্দাজগণ উদার নীতির পক্ষাবলম্বন করায়, অনুদার স্পেনপর্তুগালের সহিত কলহ উপস্থিত হইবামাত্র, লিসবন হইতে আন্টোয়ার্গে পণ্যসংগ্ৰহ করিবার উপায়ও রহিত হইয়া গেল । তখন ওলন্দাজ এবং ইংরাজ ফিরিঙ্গির বাণিজ্যপোত লুণ্ঠন করিবার জন্য জলপথে দাসু্যবৃত্তি অবলম্বন করিতে বাধ্য হইলেন । উত্তমাশা অন্তরীপের প্রাচ্যবাণিজ্যপথ বিবদমান খৃষ্টান বণিকবর্গের কলহকোলাহলে মুখরিত হইয়া উঠিল;-অন্যায়ের গতিরোধ করিয়া ন্যায়সংস্থাপন লালসায় যাহারা