পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/১৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰবল সংঘর্ষ S is দিন দিন তিরোহিত হইয়া গেল। পৰ্তুগালের অত্যুদয় জাতিগত অভু্যদয় হইলে, তাহা এত অল্পকালে এমন ভাবে অধঃপতিত হইতে प्रद्रि ठ । । ফিরিঙ্গি-বণিকের অসংযত অত্যাচারে মুসলমান-শক্তি কিছুদিনের জন্য সঙ্কুচিত হইলেও, একেবারে বিনষ্ট হয় নাই। পারস্যের অধিপতি সহসা ভারত-বাণিজ্যের অধিকার পরিত্যাগ করিতে অসম্মত হইয়া, উপযুক্ত অবসরের প্রতীক্ষার দিন গণনা করিতেছিলেন। তঁহার প্ৰজাবৰ্গ স্মরণাতীত পুরাকাল হইতে পারস্থ্যোসাগর-পথে ভারতীয় পণ্যদ্রব্য বহন করিয়া অর্থে পাৰ্জন করিত । সে পথে ফিরিঙ্গি-বণিকের আধিপত্য প্রবল হইলেও, পারস্যাধিপতি পুনরায় প্ৰভুত্ব সংস্থাপনের জন্য চেষ্টা করিতেছিলেন। আরব দেশের মুসলমান-বণিকেরাও নিশ্চিন্ত ছিলেন না। ফিরিঙ্গি বণিকের অভু্যুদয়লাভের পূৰ্ব্বে সমস্ত অবস্থা তঁহাদিগের অনুকূল ছিল। কিন্তু মিশরের অধিকার লাভের জন্য একদল মুসলমান আর একদল মুসলমানের সহিত কলহ-কোলাহলে লিপ্ত হইয়া আরব-বাণিজ্যকে ফিরিঙ্গি-বাণিজ্যের নিকট পরাভব স্বীকার করিতে বাধ্য করিয়াছিল। ভারতবর্ষের মুসলমান-শক্তি র্তাহাদিগকে রক্ষা করিতে পারে নাই ; কারণ, সে শক্তি তখনও সমুদ্রোপকূল পৰ্য্যন্ত ভাল করিয়া অধিকার করতে অবসর লাভ করে নাই। তাদেশে পাঠানদিগের যাহা কিছু আধিপত্য বৰ্ত্তমান ছিল, রাষ্ট্র-বিপ্লবে তাহা বিপৰ্য্যস্ত হঁহঁয়াছিল। মোগল শাসনশক্তি প্ৰতিষ্ঠালাভ করিয়া, ভারতবর্যের পশ্চিম উপকুলে অধিকার বিস্তৃত করায়, ফিরিঙ্গি-বণিকের পক্ষে পুনরায় জলেস্থলে মুসলমানের সহিত শক্তি পরীক্ষার প্রয়োজন উপস্থিত হইতেছিল। ভারত-সাগরে ফিরিঙ্গি-বণিকের প্রবল প্ৰতাপ চূর্ণ করিবার জন্য এসিয়ার বিভিন্ন স্থানে যখন এইরূপ আয়োজনের সুত্রপাত হইতেছিল, সেই সময়ে ওলন্দাজ ও ইংরাজগণ ভারতসাগরে উপনীত হইলেন।