পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s ফিরিঙ্গি বণিক ভারতবর্ষের অভিনব বাণিজ্যপথের সন্ধানচেষ্টার আকস্মিক ফল । এই সকল অভিনব আবিষ্কার-ব্যাপার। যদি ইউরোপের পক্ষে উত্তক্সোন্তর উন্নতিসোপানে আরূঢ় হইবার কারণ রূপে উল্লিখিত হয়, তবে ভারতবৰ্ষকেই তাহার মূল কারণ বলিয়া স্বীকার করিতে হইবে। ভারতবর্ষে উপনীত হইবার যে সকল বাধাবিন্ন ইউরোপের পক্ষে তৎকালের পুরাতন স্থল-বাণিজ্য-পথ নিরতিশয় দুৰ্গম করিয়া রাখিয়াছিল, জলপথে সেরূপ বাধা বিস্ত্র ইউরোপকে পরাস্ত করিবার আশঙ্কা ছিল না ! এসিয়া কোন পুরাকালে সমুদ্রপথে বাণিজ্য করিবার জন্য নৌচালন-কৌশলের উদ্ভাবন করিয়াছিল, তাহার সন্ধানলাভ করিবার উপায় নাই। সমুদ্রোপকূলের সকল দেশই তাহাতে লিপ্ত হইয়া থাকিবে । ভারতবর্ষের সমুদ্রোপকূল স্মরণাতীত পুরাকাল হইতেই সমুদ্ৰ-যাত্রা-কোলাহলে প্ৰতিধ্বনিত। ভূমধ্যসাগরতীরের পুরাতন পরাক্রান্ত মানবসমাজ অতি পুরাকাল হইতেই সমুদ্রপথে বিচরণ করিতে শিক্ষা করিয়াছিল । তথাপি এসিয়া ও ইউরোপের নৌ-বিদ্যার পার্থক্য ছিল। ইউরোপীয়গণ যে সমুদ্রপথে বিচরণ করিতেন, তাহা ভূবেষ্টিত বৃহদায়তন হ্রদ ভিন্ন মহাসাগর নামে কথিত হইতে পারে না ! এসিয়ার সমুদ্রোপকূলনিবাসী নাবিক গণের পক্ষে এরূপ ভূবেষ্টিত সমুদ্রপথে বিচরণ করিবার সম্ভাবনা ছিল না । তাহাদিগকে নিয়ত মহাসাগরে বিচরণ BBBSBEBDDBDBD KBBDtD BDBBSDD DBD SS sDDLS DDB gCS ‘দ্বন্দ্বীর সংখ্যা অল্প ; তাহদের সকলেরই লক্ষ্য ভারতবাণিজ্যের কল্যাণে অর্থোপিার্জন । সুতরাং এসিয়ার সমুদ্রযাত্রা কেবল জলযানগঠন-কৌশল, এবং সীমাশূন্য সমুদ্রপথে জলযানচালনা-কৌশল উদ্ভাবিত করিয়াই নিরস্ত হইয়া রহিয়াছিল। জলযুদ্ধের প্রয়োজন অনুভূত হয় নাই বলিয়া, তাহার কৌশলজাল বিস্তার করিবার জন্য কোনরূপ চেষ্টা আরব্ধ হইবার প্রয়োজনও অনুভূত হয় নাই। ইউরোপে পুরাকাল হইতেই