পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইউরোপের জলপথ-ভীতি 决够 সে প্রয়োজন অনুভূত হইয়াছিল। সংকীর্ণ প্ৰণালী-পথের সংঘর্ষসম্ভাবনা পরস্পরকে পরস্পরের পরাজয়সাধনের কৌশল-উদ্ভাবনার্থ উত্তেজিত করিয়া, ইউরোপীয়গণকে জলযুদ্ধনিপুণ বীরজাতিতে পরিণত করিয়াছিল। তাহারা স্থলপথ অপেক্ষা জলপথেই সমধিক শৌৰ্য্য প্ৰকাশ করিতে পাব্লিন্ত । তথাপি তাহারা মহাসাগর সম্বন্ধে বিশেষ কোন অভিজ্ঞতা উপার্জন কালুতে সমর্থ হয় নাই । যখন জলপথের সন্ধানচেষ্টা ইউরোপকে উত্তেজিত করিয়া তুলিল, তখন ইউরোপের সুবিখ্যাত নাবিক বৰ্গও মহাসাগর অতিক্ৰম করিয়া ভারতবর্ষে উপনীত হইবার জলপথ আবিষ্কার করা সম্ভব বলিয়া সহসা বিশ্বাস করিতে পারেন নাই ।