পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম পরিচ্ছেদ অপরাজিত অধ্যবসায় The mystery, which since creation had hung over the Atlantic, and hidden from man's knowledge one-half of the surface of the globe, had reserved a field of noble enterprise for Prince Henry the Navigator.-R. I. fair's Prince Henry the Navigator. আটলাণ্টিক মহাসাগর-তীরে পর্তুগাল নামক যে ক্ষুদ্র স্থান অদ্যপি মানচিত্রে একটি স্বতন্ত্র ইউরোপীয় রাজ্যরূপে অঙ্কিত হইয়া আসিতেছে, তাহা একদা রোমক-সাম্রাজ্যের একটি নামগোত্রহীন নগণ্য উপবিভাগ বলিয়াই পুরাতন সভ্যসমাজে পরিচিত ছিল । লোকসংখ্যা অধিক DD DDD S DDD SDBS DBDBBDDLD BDBBEE SBBD tBBD BDBDDB নরনারী । তাহারা কায়ক্লেশে জীবনযাত্রা নিৰ্ব্বাহ করিয়া, রোমকসাম্রাজ্যের পাদুকা বহন করিত। তাহারা যে কদাপি শিক্ষায় সমুন্নত হইবে, তাহারা যে রণকৌশলে অজেয় হইয়া উঠিবে, তাহারা যে নৌবিদ্যাবিশারদ প্রধান পুরুষ বলিয়া জগদ্বিখ্যাত হইবে, তাহারাই যে ইউরোপের নবজীবনলাভের পথপ্রদর্শন করিয়া, ইতিহাসে চিরস্মরণীয় কীৰ্ত্তিকলাপে অমরপদবী লাভ করিবে ;- সে কথা ভবিষ্যতের অন্ধকরে আচ্ছন্ন হইয়া ছিল। ইসলাম-শক্তি দিগ্বিজয়ে বহির্গত হইলে, এই দেশ ইসলামের পদভরে কম্পিত হইয়া উঠিয়াছিল। স্পেন ও পর্তুগাল ইসলাম-গৌরবে জগদ্বিখ্যাত হইলেও, দেশের লোক তাহাতে গৌরবলাভ করে নাই। সে গৌরব ইসলাম একাকী উপভোগ করিত। দেশের লোক কেবল বিস্মিত নোত্রে ইসলামের অভ্ৰভেদী মসজেদ-চুড়ার গঠনকৌশলের প্রশংসা করিয়া, ইসলামের ক্রীতদাস হইয়াই মানবজীবন চরিতাৰ্থ করিত !