পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 R किद्विक्रि दकूि আলফানসে নামধেয় নরপালকে স্পেন-পর্তুগালের গৃলকলহ শান্ত করিতেই ব্যতিব্যস্ত হইয়া জীবনক্ষয় করিতে হইয়াছিল। এই সকল বাধাবিস্ত্র দূর হইলেও, পর্তুগালের অভু্যদয়-পথে আরও অনেক প্রবল বিন্নবাধা বৰ্ত্তমান ছিল। ধৰ্ম্মাচাৰ্য্যগণ ধৰ্ম্মযুদ্ধাৰ্থ উৎসাহদান করিতেন ; সামন্তগণ উৎসাহে উদ্দীপ্ত হইয়া, ধৰ্ম্মার্থ জীবনবিসর্জন করিতেন ;- এই উভয় শক্তির উপর নিভর করিয়াই, নরপতি সিংহাসনে উপবিষ্ট হইয়াছিলেন । ইহার রাজশক্তিকে গ্ৰাহা করিতে অসম্মত হইয়া, পৰ্ত্তগালে যে গৃহবিবাদের সূত্ৰপাত করেন, তাহাতেই পর্তুগালের সকল আশা আকাশ-কুসুমে পরিণত হইত। পতিত জাতির অভু্যদয়লাভের পথে যাহা কিছু বিস্ত্র বাধা বাৰ্ত্তমান থাকিতে পারে, পর্তুগালের পক্ষে তাহার অভাব ছিল না। কে কাহাকে মানিতে চাহিত ? মুসলমানবিদ্বেষ কেবল ধৰ্ম্মযুদ্ধকালেই সকল পক্ষকে সাধারণ উদ্দেশ্যসিদ্ধির জন্য এক পথে পরিচালিত করিত । সে উদ্দেশ্য সিদ্ধ হইবার পর, সকলে স্বস্ব-প্রধান হইয়া, সৰ্ব্বাংশে রাজশক্তির অবমাননা করিতে ত্রুটি করিতেন না। খৃষ্টায় ১৩৮৬ অব্দে আলজুবারোটার সমর-ক্ষেত্রে রাজশক্তি জয়যুক্ত হইয়া, পর্তুগালের অভু্যদয়লাভের পথ পরিস্কৃত করিয়া দিল । পর্তুগালের ইতিহাস-বিখ্যাত জন-দি-গ্রেট এইরূপে ব্লাজসিংহাসনের মৰ্যাদা-সংস্থাপনে কৃতকাৰ্য্য না হইলে, পর্তুগালের ইতিহাস জগদ্বিখ্যাত হইবার সুযোগ প্ৰাপ্ত হইত না ।* জন-দি-গ্রেট যথার্থই চিরস্মরণীয় হইবার যোগ্য। তঁহার সুদৃঢ়শাসন কিঞ্চিদ্দুন অৰ্দ্ধশতাব্দীকাল পর্তুগালকে ভূমণ্ডলের সকল প্রদেশেই সু st Yet all the efforts of the Kings, though occasionally successful, faluded to curbo the turbulence of the feudatories til the battle of Aljubarrota in 1385. gained by John I. over the rebels, eflectually, crushed insubordination, and restored the dignity of the CrownLOı algos-de-1' 27 a.-IV storia.