পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কালিকট করিতেন, তঁহাৱা বিদেশগত হইয়াও, ভারতবাসীর ন্যায় অধিকার লাভ করিয়া, রাজকাৰ্য্যে অসঙ্কোচে নিয়োগ প্ৰাপ্ত হইতেন । এই সকল কারণে মালাবারের ইতিহাস বাণিজ্যপরায়ণ ইউরোপীয় বন্দরের ইতিহাস হইতে পৃথক । ইউরোপে কেবল সমরকাহিনীর আতিশয্য। ইউরোপের শিল্পবাণিজ্যের ইতিহাসে কেবল হিংসার কথা-নরহত্যার কথা,-পারস্বাপহরণের কথা ;-সয়তান যেন শোণিতের অক্ষরে দুদ্দান্ত দসু্যর লুণ্ঠনকাহিনী লিপিবদ্ধ করিয়া রাখিয়াছে । সে দেশের ধৰ্ম্মান্ধ নরনারী ধন্মের নামে কত অধৰ্ম্মসঞ্চয় করিয়াছে, পুণ্যের নামে কত অপবিত্ৰ আচারের অনুষ্ঠানে লিপ্ত হইয়াছে, নিরস্তর বিদ্বেষবিষে জৰ্জরিত হইয়া, মানবের ললাটপটে কত দুরপনেয় কলঙ্কারেখা অঙ্কিত করিয়া ব্ৰাখিয়াছে, তাহার কথা কোনও ইতিহাস-পাঠকের অপরিজ্ঞাত নাই । ভারতবাণিজ্যের ইতিহাস তাহা হইতে সম্পূর্ণ পৃথক। সত্যনিষ্ঠায় ভারতবাণিজ্যের প্রতিষ্ঠা । শান্তি ও প্রীতিতে ভারতবাণিজ্যের প্রসার ; নিরবচ্ছিন্ন অধ্যবসায়ে ভারতবাণিজ্যের শ্ৰীবুদ্ধি । যাহা গুণ, দুৰ্ভাগ্যক্রমে তাহার ফলেই ভারতবাণিজ্য শ্ৰীভ্রষ্ট হইয়া গিয়াছে। ফিরিঙ্গি বণিকই তাহার একমাত্ৰ মূল কারণ। প্রত্যেক ঐতিহাসিক ঘটনায় সেই মূল কারণ প্ৰকাশিত হইয়া রহিয়াছে । কেৱল বাজ্য ভারতবর্ষের অন্যান্য জনপদ হইতে বিচ্ছিন্ন হইয়া, কেবল বাণিজ্যব্যাপার লইয়াই পরিতৃপ্তি লাভ করিত। তাহার দুৰ্ভেদ্য গিরিপ্রাচীর উল্লঙ্ঘন করিয়া ভারতীয় রাষ্ট্রবিপ্লব সাগরসৈকতে উপনীত হাইত না । দিল্লীর উথানপতনের সহিত মালাবারের উথানপতনের সম্পর্ক দেখিতে পাওয়া যাইত না । কালিকটের বন্দরে চিরদিনই ভারতবাণিজ্যের বিজয়বাৰ্ত্তা । সেখানে অন্য কথা,-অন্য চিন্তা,- লোকচিত্ত আলোড়িত করিবার অবসর প্রাপ্ত হইত না । আয়তনে