পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግቅ ফিরিঙ্গি বণিক ক্ষুদ্র হইয়াও, কালিকটের বন্দর এইরূপে বৃহৎ বিজয়গৌরবলাভের অধিকারী হইয়াছিল । যতদূর পর্য্যন্ত কুকুট-রব শ্রুত হইতে পারে, তাহাই কালিকাটের স্বাভাবিক পৌর-সীমা,- এই জনশ্রুতি অবলম্বন করিয়া, কালিকট শব্দের বুৎপত্তি নির্দিষ্ট হইয়া আসিতেছে। তাহা যে সমুদ্রযাত্রার জন্যই সর্বত্র প্ৰাধান্য লাভ করিয়াছিল, রাজবংশের উপাধি অদ্যাপি তাহার পরিচয় প্ৰদান করিয়া থাকে । রাজার উপাধি “সামরী” ; *-তাহাতে সমুদ্রের উপর আধিপত্য থাকাই সুচিত হয়। ফিরিঙ্গি বণিক “সামরী”র উচ্চারণবিকৃতি সাধিত করিয়া, কালিকাটরাজকে ‘জামোরিণ” নামে সুপরিচিত করিয়া গিয়াছেন । ফিরিঙ্গি-বণিকের বাণিজ্যতরুণী কালিকট-বন্দরে উপনীত হইবাক্স সময়ে, তাদেশে নানা জাতির ও নানা ধৰ্ম্মের নরনারীর বাসস্থান প্রতিষ্ঠিত ছিল। কোন পুরাকালে তাহার। সুত্রপাত হয়, তাহা নিৰ্ণয় করিবার উপায় নাই। খৃষ্টাবির্ভাবের বহুপূৰ্ব্বেও মালাবারের উপকূল DDDDBBDB YT SKDBDBD S DBBD S S0DD KBLBDD রাজদূতগণও মালাবারে বসতি করিতেন বলিয়া, প্রমাণ প্রাপ্ত इgग्र श । কালিকট নগরে ব্ৰাহ্মণের সংখ্যা অধিক ছিল না । ব্ৰাহ্মণগণ মন্ত্রিত্নকাৰ্য্যে নিযুক্ত ছিলেন। ক্ষত্ৰিয়ের সংখ্যাও অধিক ছিল না । ক্ষত্ৰিয়গণ সমরশিক্ষা বিস্মৃতি হইয়া বাণিজ্য অর্থোপাৰ্জনের আশায় ব্রাত্যক্ষত্ৰিয় » Zamorin the European form of the Tarni Samuri, is stili used in official addresses to the Calicut chief.-Sir W. Hunter. মুসলমান-লিখিত ইতিহাসে “সামরী” নাম পরিচিত । সমুদ্র শব্দের অপভ্ৰংশ হইতে “সামরী” শব্দের উৎপত্তি হইয়াছে। মূলের প্রতি লক্ষ্য না করিয়া, কেহ কেহ। BDBBB DDDDK SDDuDDBDL SSELBDtS BBDBD DDDDD S SBDBBBDS গোলাম হোসেনের শরিয়াজ-উস্-সলাতিন” নামক ইতিহাসে “সামন্ত্ৰী” নাম উল্লিখিত থাকায়, তাহাঁই গৃহীত হইবার যোগ্য ; তাহাকে পরিত্যাগ করিবার কারণ নাই।