পাতা:ফিরিঙ্গি-বণিক্.djvu/৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্ৰথম পরিচয় ԵԳ বর্গের বিদ্বেষ যত ঘনীভূত হইতে লাগিল, বাহুবলপ্রয়োগের প্রয়োজন তই প্রবল হইয়া উঠিল । কিন্তু ফিরিঙ্গি-বণিকের পক্ষে বাহুবলে সহসা বিজয়লাভ করিবার সম্ভাবনা ছিল না । ভানুতবর্ষ হইতে আফ্রিকার উপকূল পৰ্য্যন্ত সমগ্ৰ সাগরপাপ্নে মুসলমানের আধিপত্য । সে আধিপত্য চূৰ্ণ করিবার শক্তি না থাকায়, ভাস্কো ডা গামা যাহা পাইয়াছিলেন, তাহা লইয়াই স্বদেশে প্রত্যাবৰ্ত্তন করিতে বাধ; হইলেন । প্রত্যাবর্তনকালে নিৰ্ব্বস্তুপু প্রবল ঝঞ্জায় ব্যতিব্যস্ত হইয়া, ফিরিঙ্গিবণিকের বাণিজ্যতরণী নানারূপে বিধ্বস্তু হইতে লাগিল । পরিশ্রান্ত নাশিক বৰ্গ একে একে মৃত্যুমুখে পতিত হইতেছে দেখিয়া, গামার বীরন্ধ দয়ও বিচলিত হইয়া উঠিল । তঁহার সহোদর মৃত্যুমুখে নিপDBJS DBB S uDtB DDD SLKSDDD0DD S BDDBBDBS YBS S KDDB তরুণীসমূহ যখন তত্ত্বাফ্রিকার নিকটবৰ্ত্ত হইল, তখন অন্নজলের অভাবে উপকূলের আশ্রশ্ন গ্ৰহণ করিতে হইল। উপকূলসকল মুসলমানের অধিকারভুক্ত। তথায় আশ্রয় গ্ৰহণ করিতে সাহসী হইল না। অবশেষে অনেক ইতস্ততঃ করিয়া গামা মেলিন্দা নামক বন্দরে উপনীত হইলেন্দু! সেখানে প্রচুর অন্নজল সংগ্ৰহ করিয়া, উত্তমাশা অন্তরীপ অতিক্ৰম করিবার আশায়, দক্ষিণাভিমুখে পোতচালনা করিতে লাগিলেন । এইরূপে অক্লান্ত অধ্যবসায়ে দীর্ঘকালব্যাপী সমুদ্র ভ্রমণের পর ১৪৯৯ খৃষ্টাব্দের ২৪শে আগষ্ট তারিখে ফিরিঙ্গিবণিকের বাণিজ্য তরণী পর্তুগালে উপনীত হইল। যাহারা যাত্রাকালে দুই হাত তুলিয়া পত্ত, গালরাজকে অকথ্য ভাষায় ভৎসনা করিয়াছিল, তাহার। সবিস্ময়ে চাহিয়া দেখিল,-গামার বিজয়তরণী সগৰ্ব্বে টেগস-নদের জলস্রোত অতিক্ৰম করিয়া বন্দরাভিমুখে অগ্রসর হইতেছে । দেশের লোক ছুটিয়া আসিতে লাগিল ; পণ্যবিক্রয়ের কোলাহলে পর্তুগালের বন্দর মুখরিত হইয়া উঠিল; ভারতবাণিজ্য ཅ