পাতা:ফুলের ফসল.djvu/২১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল

কখন্‌ আসিলে  অতিথির বেশে
বহু জনমের বঁধু,
শিশির-নিশির  অশ্রু হরিলে,
অধরে ধরিলে মধু!


মৌন বিকাশ

ওগো  আজকে তোমারি আঙিনার কোলে
মুকুল মেলিল আঁখি!
ধূলির কোলে সে কোথা হ’তে এল
স্বৰ্গ-সুষমা মাখি’!
এনেছে সে শোভা এনেছে গো হাসি,
অঙ্গ ভরিয়া সৌরভরাশি;
তাহারি রূপের মাধুরি হেরিয়া
কুহরি’ উঠিছে পাখী!
ওগো সে এসেছে যে,
তারে  আরতি করিয়ে নে;
বনের দুলাল দুয়ারে তোমার
তাহারে লহ গো ডাকি’।

৬