পাতা:ফুলের ফসল.djvu/৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল
স্বপন

স্বপন যদি সত্যি সফল হয়!
(তবে) তোমায় আমায় এই যে প্রণয়
আবার হবে মধুময়!
জগৎ যদি ফিরায় আঁখি
তবু আমি ভরসা রাখি
হ’ব সুখী, ফিরবে সুদিন,—
হৃদয় আমার কয!


ঘূর্ণি

আজ  ফুলের বনে দখিণ হাওয়া।
কী ব’লে গেছে!
অকুল পাথার থির জোছনায়
ঘূর্ণি লেগেছে!
মূর্চ্ছনাতে পড়ছে টলে
মূর্চ্ছা রাগিণী!
পদ্ম ‘পরে নৃত্য করে
মত্ত নাগিনী!
ও তার  বিষের নিশাস কুসুম-কলির
বুকে বেজেছে।
ঘূর্ণি লেগেছে!

৩০