পাতা:ফুলের ফসল.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ফুলের ফসল



পুষ্পের নিবেদন

ওগো কালো মেঘ! বাতাসের বেগে
যেয়োনা, যেয়োনা, যেয়োনা ভেসে;
নয়ন-জুড়ানো মুরতি তোমার,
আরতি তোমার সকল দেশে!
আকাশের পথে ক্ষণেক দাঁড়ায়ে
পিপাসা বাড়ায়ে যেয়োনা চ’লে,
গদ গদ ভাষে কি কহ?—আভাসে
পারি না বুঝিতে, যাও গো ব’লে!
কি বেদনা, মরি, গুমরি’ গুমরি’
উঠিছে তোমার হৃদয়-দেশে?
তৃষিত ফুলের তৃষ্ণা জুড়াও
দাঁড়াও ভুবন-ভুলানো বেশে।
করুণ তোমার কালে আঁখি হ’তে
দুটি ফোঁটা জল পড়িল ঝ’রে!–
ব্যথা পাও যদি, তবে, কেন যাও?
দাও গো মোদের পরাণ ভ’রে।
আঙুর-দোলানো অলকে তোমার
লেগেছে স্বপন-বুলানো হাওয়া,

৫৯