পাতা:ফুলের ফসল.djvu/৮৯

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
ফুলের ফসল


ক্ষুধা  নিল সে হরি’
দিল  অমর করি’
সুধা  পড়িল ঝরি’
এই  ভুবন ‘পরি!

সে যে  নিকটে আছে,—
আছে  তোমারি কাছে,—
আগে  জানি নি তাহা,
ঘুরে  মরেছি আহা!

সুধা  স্বরগে আছে
আছে  তোমার কাছে;
তবে,  স্বরগ-ভূমি
সে কি!  তুমি গো তুমি।

সুধা  অধরে রহে,
শুধু  স্বরগে নহে,
তাই  জগত বাঁচে,
মোর  হৃদয় নাচে!

সুধা  আছে তোমাতে,
আছে  মিলন-রাতে;
সুধা  প্রথম চুমে
নেমে  এসেছে ভূমে।

৭৪