পাতা:ফুলের মালা.djvu/১২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । >等》 ষড়বিংশ পরিচ্ছেদ । سیاست حماس-محتاجعه همه تسمی جمع هست গণেশদেবেয় স্থির বিশ্বাস সাহেবুদ্ধিমকে আশ্রয় দান করিয়া তিনি প্তায়কাৰ্য্য করিয়াছেন । সুতরাং এজন্ত যুদ্ধ করিতে তাহার দুঃখ নাই, অনুতাপ নাই। কিরূপে এই হারযুদ্ধে তিনি জয়লাভ কয়িবেন, এই অশান্তিময় অত্যাচার দমন করিয়া অt 1ার শাস্তি, দ্যায় ফিরাইয়া আনিবেন, ইহাই কেবল তাহার চিন্তার একমাত্র ৰিষয় হইয়া দাড়াইয়াছে। সমস্ত দিনের সভাকার্য্য, বাদামুবাদ, অবশেষে অনিবাৰ্য্য যুদ্ধ সঙ্কল্পের পর তিনি যখন রাত্রিকালে অন্তঃপুরে আগমন করিলেন, তখনও তাহার এইরূপ চিস্তাবেগে মস্তক আলোড়িত হইতেছিল । রাজাকে দেখিয়া নিরূপমা বলিল,--“ম বড় রেগেছেন, সাহেবুদিনকে তুমি আশ্রয় দাও তার এরূপ ইচ্ছা নয়।” রাজ্য বুলিলেন,—“তোমার কি মনে হয়-তাকে আশ্রয় দিয়ে আমি কি অন্তীয় করেছি ?” নিরুপমা বলিল,--“অন্তায় করেছ ! তোমাদের মত লোকেও যদি জগহায়ের সহায়তা না করে, নিরাশ্রয়কে আশ্রয় লা দেয়, তাহলে সংসারে দুৰ্ব্বল আতুরের দশা কি হবে ? তুমি তোমার উপযুক্ত কাজই করেছ।” - রাজা স্বহস্তস্থিত রাণীর হস্ত অধরে স্পর্শ করিয়া বলিলেন, - “ইহাই স্ত্রীলোকের কথা।” নিরূপমার এই অঙ্গুমোদম বাক্যে রাজাকে আছলাদিত হইত্তে দেখিয়া সে আনন্দপূর্ণ হইয়া উঠিল, Y >