পাতা:ফুলের মালা.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । Y ሉ _ সহসা তাহার গতিরোধ হইল, আবার সেই বিস্ময় ! সেই অপরিচিত হুনারীমূৰ্ত্তি তাহার দিকে হাস্তমুখে চাহিয়া ঐ বৃক্ষতলে দাড়াইয়া আছে ! রাজকুমারের স্বপ্ন বলিয়া মনে হইতে লাগিল। সমস্তদিন ধরিয়া তিনি কি কেবল স্বপ্ন দেখিতেছেন নাকি! কিন্তু অধিকক্ষণ ধরিয়া এই বিস্ময় ভোগ করিবার অবসর তাহার ঘটিল না । অশ্বকে থামিতে দেখিয়া রমণী নিকটে আগমন করিল, আসিয়া মৃত্যুহাসি হাসিয়া বলিল, “রাজকুমার, চিনতে পারছেন না বুঝি ?" রাজকুমারের কথা ফুটিল না! শক্তিময়ী আবার বলিল, “সেই দীঘির ধারের খেলা কি মনে পড়ে ?” রাজকুমার ধীরে ধীরে স্বযুপ্তের মত বলিলেন, “বাল্যসধি भङ्किङ्गनि !” শক্তি হাসিয়া বলিল, “তাও বুঝি মনে করিয়ে দিতে হয় ! আমি ত দেখবামাত্রই চিনেচি।” একটা আবেগতরঙ্গ রাজকুমারের হৃদয় আলোড়িত করিয়া তুলিয়া সহসা আবার প্রশমিত হইয়া পড়িল। সেই তিনি, সেই শক্তি, অথচ মধ্যে এখন ভাবের অনন্ত ব্যবধান ! সে দিন যে তাহার নিতান্ত আপনার ছিল, ' যাহার সহিত একদিন অসঙ্কোচে খেলা করিয়াছেন, গল্প করিয়াছেন, সে এখন বিবাহিত যুবতী, তাহার বহু সন্মানীয় পরস্ত্রী। একদিকে বালবন্ধুত্বের স্বাভাবিক উচ্ছ্বাস অন্ত দিকে সংস্কারগত পরপুরুষোচিত সম্মান সঙ্কোচম্ভাব যুগপৎ তাহাকে কিংকৰ্ত্তব্যবিমূঢ় করিয়া তুলিল। এমন কি, তিনি যে শক্তিময়ীকে কিরূপে সম্ভাষণ করিবেন তাহাও ভাবিয়া পাইলেন না। শক্তি যখন আবার অসঙ্কোচ আত্মীয়তার ভাবে বলিল—“বলি,