পাতা:ফুলের মালা.djvu/১৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । > 0 } হইতে প্রতিনিবৃত্ত করিতে প্রয়াস পাইলেন না। গণেশদেবকে উদ্ধার করিতে, দেশের হিতসাধন করিতে শক্তির যদি মৃত্যু হয় সে মৃত্যুও মুখের। শক্তির সেই পরম মুখ অনুভব করিয়া সন্ন্যাগিনী ও মুথে দীর্ঘনিশ্বাস ত্যাগ করিলেন। শক্তি বলিল, দধি, আর একটি কাজ আছে, আমার মাথার চুলগুলি কাটিয়া দিন।" শক্তি কালীর খঙ্গ একখানি খুলিয়া সন্ন্যাসিনীর হাতে দিল। সুললিত সুদীর্ঘ ঘন কেশদাম সেই খঙ্গে কাটিয়া সন্ন্যাসিনী তাহার হাতে দিলেন। শক্তি সেইগুলি একবার হাতে লইয়া আবার তাহার হাতে দিয়া বলিল, “ গুলবাহার যদি মাতৃহীনা হয় ত তাহাকে এই গুলি দিবেন, আর মনে রাখিবেন এখন হইতে সে আপনারই কন্যা।” সন্ন্যাসিনী নীরবে সেই চুলগুলি কালীর পদতলে চাপ দিয়া মন্দির হইতে নিৰ্গত হইলেন। শক্তি পুৰ্ব্বেই মন্দিরনির্গত হইয়া বাহিরে আসিয়া দাড়াইয়াছিল ।