পাতা:ফুলের মালা.djvu/১৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, es ফুলের মালা । আপাদমস্তক অাবরিত করিয়া এইরূপ চিস্তা করিতে করিতে তন্ত্রাস্তুভব করিল।-তন্দ্রাযোগে তাহার কর্ণে দূর বাশরী সঙ্গীত বাজিয়া উঠিল । বাঁশরী গাহিতে লাগিল, আমি কি চাহি ! স আমার আমি তার, আমার কি নাহি! আনন্দ সাগর খেলে পদতলে, কোটি চন্দ্র তার শিরোপরি জ্বলে, বিশ্ব ভুবনের রূপ-রত্ন-মণি তাহাভে বিরাজে, সে মোর তরণী, অামি তাহারে বাহি!—আর কি চাহি ! সে আমার আমি তার, আমার কি নাহি! দূরে থেকে দেখে ভাবে লোকে সবে, দীনহীন নেয়ে আমি এই ভবে । তরী বাছি আর হাসি মনে মনে, তাহার এ মুখ বুঝিবে কেমনে ! জগতে সবাই দুথের প্রবাসী, আমি শুধু মুখে দিবানিশি ভাসি ! কালাকাল হেথা নাহি !—আমি কি চাহি ! সে আমার আমি তার, আমার কি নাহি !