পাতা:ফুলের মালা.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

為露。 ফুলের মালা । উপসংহার শক্তিকে নিহত দেখিয়া গায়ক্ষদিৰ উন্মত্তের দ্যায় কার্য্য করিতে লাগিলেন। কুতবের প্রাণদও হই, সাহেবুদিনের প্রাণদণ্ড হইল, কারাগৃহের প্রহরীদিগের প্রাণদণ্ডষ্ট্ৰইল, অপরাধী নিরপরাধীভেদে কেবল তিনি প্রাণদণ্ডের হুকুম দিতে লাগিলেন। সভাসদগণ ভয়ে ত্ৰস্ত হইয়া উঠিল, প্রজাগণের झ९** উপস্থিত হইল, কোন ছুতায় না জানি কখন তাহাদের মধ্যে কাঠার ফাসি যাইতে হয় । তাহার। অনেকেই গোপনে, কেহ কেহ বা প্রকাশ্যে গণেশদেবের পক্ষাবলম্বন করিল। গণেশদেবের সহিত সুলতানের যুদ্ধ বাধিল। সুলতান পরাজিত, নিহত হইলেন । মুসলমান হিন্দু সকলে মিলিয়া গণেশ দেবকে বঙ্গরাজ্যে অভিষিক্ত করিল,বঙ্গের ভাগ্যে সহসা এক অভূতপূৰ্ব্ব ঘটনা ঘটিল-যধনসিংহাসনে হিন্দু রাজা অধিষ্ঠিত হইলেন। শক্তির সহিত নিরূপমার অদৃষ্টের অবিচ্ছেদ্য সম্বন্ধ। শক্তির ধনে নিরূপমা চির দিন ধনী। শক্তির মৃত্যুতেও ভবিতব্য এখানে স্থির নিশ্চল, অকাট্য, অপরিবর্তনীয় । শক্তির রাজ্যে শক্তি আর নাই,নিরূপমা এখন খঙ্গেশ্বরী। শক্তির উদ্ধানে সেই ফুলের শোভা, সেই রমণীয় সজ, কেবল শক্তির পরিবর্তে তাহার অধিনায়িক। এখন নিরূপমা । রাজরাণী নিরূপমা গণেশদেবের সহিত উদ্ধানে বসিয়া প্রদোষ সৌন্দৰ্য্য দেখিতেছিলেন। রাজকুমার যাদবদেব এই সময় একটি রোরুদ্যমান বালিকার হস্ত ধরিয়া নিকটে আসিয়া বলিল, “ম, মা ! সাহাজগদীকে আমি বিয়ে করব।” এই বলিয়া