পাতা:ফুলের মালা.djvu/২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । ૨ ( SAAAAAA AAAA AAAASAASAASAASAASAAAS ------- -------------------- গুণরাশি, তাহার পরিপূর্ণ আত্মদান, তাহাকে এতদিন সে অভাব জ্ঞাতসারে অনুভব করিতে দেয় নাই। আজ যখন র্তাহার মানসীদেবী মূৰ্ত্তিমত্রীরূপে তাহার সম্মুখে উদয় হইয়াছিল, যখন তাহার হৃদয়ের অনুভব বাহিরের সত্যরূপে তাহার সম্মুখে প্রকাশ পাইয়াছিল তখনই তিনি প্রথম অনুভব করিলেন এতকাল ধরিয়া তিনি কি অভাব সমুদ্রে নিমগ্ন ছিলেন । তিনি তখন আপনাকে ভুলিলেন, জগৎকে ভুলিলেন, নিরূপমাকে পর্য্যন্ত ভুলিলেন, সেই দেবীরূপ মানুষীর মধ্যে, তাহার অমৃতময় সৌন্দর্যোর মধ্যে র্তাহার সমগ্র বিলুপ্ত হইয় গেল। কিন্তু শক্তির এই বিরুত বিরূপ মূৰ্ত্তি দেখিয় তাহার যখন সে মোহ ভঙ্গ হইল, তখন দেখিলেন তিনি কি বিষম ভ্ৰমে পড়িয়া ছিলেন। তখন তিনি বুঝিলেন, এ শক্তি র্তাহার সে শক্তি নহে,তাহার ধ্যান ধারণার সে দেশী নহে, তাহার অন্তরের পরিপূর্ণ সে সৌন্দর্যা-কল্পনা নহে ; অম্বন্দর লুক্কায়িত হলাহল কালিম এ সৃষ্টিতে পরিব্যাপ্ত ! তপন নিরাশ-চেতন হুইয়া তাছার অtলার নিরূপমাকে মনে পড়িল, তাহার কৰ্ত্তব্য-বোধ জন্মিল। সেই সরল বিশ্বস্ত হৃদয়ের অসীম ভালবাসা, পরিপূর্ণ নির্ভরতার প্রতিদানে তিনি কি না স্বহস্তে তাহাকে সপত্নীর অনলে নিক্ষেপ করিতে যাইতেছিলেন ! নিরূপমার বেদনাজাল তিনি নিজের সর্বাঙ্গে যেন অসুভব করিতে লাগিলেন । এত কষ্টে, এত কঠোর তিরস্কার বাক্যে, রাজকুমারকে এইরূপ অটল নিস্তব্ধ দেখিয়া শক্তির উদ্ধত গৰ্ব্ব, ক্রুদ্ধ ভ্ৰকুটি নীরব অশ্রুস্নিগ্ধ হইয়া মিলাইয়া গেল। ‘আমি বড়-ভাবপূর্ণ দাস্তিক উদ্ধত লোকের গৰ্ব্ব প্রতিকুল অবস্থায় সময়ে সময়ে সহিষ্ণু নম্র প্রকৃতদিগের অপেক্ষা অতি সহজে খৰ্ব্ব হইয় পড়ে। সংসারে