পাতা:ফুলের মালা.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । xද්ද් নছে, সেই দিন এ হৃদয়ের আশা পূর্ণ হইবে, তাহাতেই আমার প্রতিশোধ-পৃেহা পরিতৃপ্ত হইবে, অপর কিছুতে নহে!” মুসলমান শুষ্ক হাসি হাসিয়া বলিল, “ইচ্ছা করিলে যে শত শত রাজা মহারাজার হৃদয় দলিত করিতে পারে, সে আজ সামান্ত অনুগ্রহের ভিখারিণী—ইহাই কি তাহার প্রতিশোধ ! * সেই পুরাতন কথা ! গণকেরা সকলে এক বাক্যে এই এক কথাই বলিয়া আসিতেছে ! এমন কি তাহার পিতা যে এখনও তাহার বিবাহ দেন নাই, তাহার কারণও এইরূপ ভবিষ্যদ্বাণী । কোষ্টির গণনায় পঞ্চদশ বৎসরে শক্তি স্বয়ম্বর হইয় রাজ-রাজেশ্বরী হইবে, পিতা সেই জন্য তাহার বিবাহে নিশ্চেষ্ট । তিনি জালেম ঠিক সময়ে কোষ্টির গণনা সফল হইবেই হইবে। শক্তির ও এতদিন পৰ্য্যন্ত ইহাতে দৃঢ় বিশ্বাস ছিল, কিন্তু আজ সে জানিয়াছে সমস্ত মিথ্যা—তাহার রূপ মিথ্যা, কোষ্টি মিখ্য, আশা কল্পনা সমস্তই মিথ্যা । সুতরাং আহলাদের পরিবর্তে মুসলমানের এই কথায় সে কুদ্ধ হইয়া বলিল, “ওকথা অনেক শুনিয়াছি আর পারি না ! সাধুজনের মুখে এরূপ উপহাস শোভা পায় না। একজনের হৃদয় চাহিয়া যে পায় নাই, শত শত রাজা মহারাজার হৃদয় চাহিয়া সে পাইলে কেমন করিয়া!” মু। উপহাস নহে। অনেকের মুখ দুঃখ মাপিতেই বিধাতা তোমাকে জন্ম দিয়াছেন, ক্ষমতা তোমার দাসস্বরূপ,-তুমি द्रा खब्रां८छन्दंद्रौ শক্তি একটু অবিশ্বাসের হাসি হাসিল । সেই হাসির মধ্য দিয়া নৈরাশ্যাপমানের তীব্ৰজালা সুস্পষ্ট হুইয়া উঠিল। সে বলিল, “বিধাতা আমাকে ক্ষমতাশালিনী করিলেন—এক দিন আমিও