পাতা:ফুলের মালা.djvu/৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 ফুলের মালা। †— উঠিয়াছে। কোকিল, পাপিয়া দিগন্ত ছাপিয়া কঙ্কার তুলিয়াছে। সেই মলয়-ছিল্লোলিত বসন্তপক্ষীকুজনিত পরিমলাকুল কাননতল' টুরিয়া টুরিয়া সদ্যপতিত নব বকুলাবলীতে অঞ্চল ভরিয়া বালিকা দুইটি দীধির ধারে অসিয়া বসিল, বসিয়া মালা গাথিতে আরম্ভ করিল। তখনও বেলা অবসান হয় নাই, পশ্চিমদিকে দীঘির জলে তর শ্রেণীর ঘন কাল ছায়ার উপর স্বৰ্য্যকিরণ ঝকৃমক্‌ করিতেছিল, আর পূর্বদিকে পদ্মপত্রাচ্ছন্ন জলরাশির হৃদয় আলোড়িত এবং আলোকিত করিয়া দুইটি শালিকা সাতার দিয়া পদ্ম তুলিতেছিল। প্রস্ফুটিত শতদলরাজির মধ্যে প্রস্ফুটিত স্বন্দর বালিকানন— উভয়ের মাধুর্ঘ্যে উভয়ের সৌন্দৰ্য্য বৃদ্ধি করিতেছিল। কামিনী একবার করিয় তাহাদের দিকে চাহিতেছিল, একবার করিয়া হাতের দিকে চাহিয়াস্থচের মধ্যে ফুল পরাইতেছিল, কিন্তু নিরূপম এক মনে মালা গাঁথিতেছিল। থানিক পরে শক্তি ও কুসুম আর্দ্রবসনে, আর্দ্র এলায়িত কেশে, স্নাতমুন্দর দিব্যরূপে তাহাদের নিকট আসিয়া অঞ্চলের শতদলরাশি ভূমির উপর ফেলিল। নিরূপম৷ সাগ্রহে বলিয়া উঠিল, “আমি একটা নেব, লাজকুমারকে দেব !” শক্তি রাগিয়া বলিল, “ঈস্ ! আমরা তুলব, আর উনি ‘লাজকুমারকে দেবেন—আহলাদ দেখ একবার! কক্ষণে পাবিনে—ম।” নিরূপমার মুখটি চুণ হইয় গেল। কামিনী বলিল, “ত, ভাই, তোরা এত ফুল তুল্লি, রাণীমার কিন্তু কাল পুজোর ফুল কম পড়বে—তখন দেখবি কি হয় ।" শক্তি বলিল, “ত কে জানবে যে কে তুলেছে।” কুসুম বলিল, “আচ্ছ, ভাই! সত্যি কি একশ ফুলে শিব পুজো করলে সোয়ামী বশ হয় ?” কুসুম কামিনী দুজনেই বিবাহিত, কিন্তু বয়সে এখনও তাহার