পাতা:ফুলের মালা.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&by ফুলের মালা । বিপদকালে তুমি আমার মহাবীর হয়। দেখা দিয়ে বাচা ও হিয়ে, আদর্শনে মনু ॥ ও প্রাণ মকর গঙ্গাজল ! ঈরিযী তিৰ্বিসা বারণ, অীর, বারণ প্রেমানল । কাচ চলের দড়ি তুমি, পাকা ধানে মই । . শীতলাভtঞ্জর তুমি আমার মুড়ি মুড়কি থই ৷ বামুণেঙ্গে লবণ তুমি, মাছের মুড়ে ঝোলে । মোচার ঘণ্টে বড়ি তুমি, কাচ-আম শোলে । ভাপ দই ভূমি সাফা, দুধের ক্ষীর চাচি । তোম নইলে কেমন করে বল প্ৰাণে বাচি ? টোপা কুলে সলপ তুমি, অরুচিতে রুচি। তোমায় পেয়ে নিমেষেতে নয়নের জল মুছি । তুমি আমার, পান্তাভাতে বেগুণপোড়া, ফান্স ভাতে ঘি। .কেমন কোরে বলব, বধু, তুমি আমার কি ! তুমি আমার জরিজরাও, তুমি পাকা কোট। সকল শুদ্ধির শুদ্ধি তুমি, গোবরজলের ফোট । শীতের তুমি ওড়ন পাড়ন, গ্ৰীয়ে জলের জাল । বসন্তে বাহীর তুমি, বর্ষাকালের নালা ॥ এক মুখেতে করব তোমার কত গুণগান। তুমি আমার বেশ বিন্যাস, স্বামীর সোহাগ মান । তুমি অঙ্গে অঙ্গরাগ, পানে দোক্ত চুন। তোমায়, এক দণ্ড না পাইলে একেবারে খুন। যৌবনজোয়ার জলে তুমি রূপের ঢেউ। যতন কোয়েই রতন মেলে, (আমি বই) তোমায় পায়না কেউ ।