পাতা:ফুলের মালা.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

芝3● ফুলের মালা । কেহ মাথায়, ফুলের গহনা পরাইতে পরাইতে তিনজন মিলিয়া গান ধরিল প্রাণ সই লো সষ্ট । শোন তোমারে কই— আমি জানিনে যে তোমা বই ; নিরূপমা গাছিল-- রাথ চতুরালি, শঠ বনমালি, দুখিনী রাধে আমি চন্দ্রাবলী নই,— সখীর গছিল-- ছি ছি ছি প্যারী, মিছে মানচাতুরী, হের--স্ংসাগরে পিরান্ত-মীরে নাহি মানে থৈ । দিয়ে চরণ-তরী, রাইকিশোরি, রাগ যদি তবেই রই!” তাহাদের গান শেষ না হইতে হইতে নিরূপমা বলিল,—“না, ভাই, এ মালা পরান হ'বে না,-আমি আজ নিজে মালা গেথে র্তার গলায় পরাব,--ঐ তো অনেক ফুল অাছে, আমি গাথি ।” এই বলিয়া নিরূপমা শিলাতলে মালা গাপিতে বসিল । স্বচে ফুল পরাইতে পরাইতে সহসা তাহার প্রফুল্ল মুখখানি কেমন বিষণ্ণতায় মলিন হইয়া পড়িল,—তাহার সেই পুরাতন দিনের কথা মনে পড়িয়া গেল । তাহার মনে হইল, শক্তি আসিয়া সহসা যদি সেই পুরাতন দিনের মত তাহার হাতের মালাগাছটি কাড়িয়া রাজার গলায় পরাইয় দেয়! সভয়ে সে উন্মুখ হষ্টয়া চাহিল, শক্তিকে না দেখিয়া নিশ্চিন্তভাবে দীর্ঘনিশ্বাস