পাতা:ফুলের মালা.djvu/৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

协粤 ফুলের মালা। না, তাহা হইলে আমরা গরীব বেচারার মারা যাইব ; ফৌজদার সাহেব আমাদের উপর ক্ষাপ্পা হইবেন।” এইরূপ বলিতে বলিতে তাহার তীক্ষুধার রৌদ্রচমকিত স্বচ্ছ অলি-ফলার স্পর্শ হইতে তাহারা সরিয়া দাড়াইল, গণেশদেব সন্ন্যাসিনীর নিকটস্থ হইয়া র্তাহাকে রঙ্গুমুক্ত করিতে করিতে বলিলেন, “তোমরা ভয় পাইও না। আমি সেনাপতিকে বধি তোমাদের কোন দোষ নাই। যদি সেনাপতি তথাপি তোমারের দণ্ডনীয় বিবেচনা করেন, তবে আমার নিকট আদিও, আমার সৈন্যদল ভুক্ত হইবে। সেনাপতি কোথায় ?” ; সৈনিক বলিগ-“আমাদের উপর হুকুম জারি করিয়া তিনি আপনার কুঠিতে গেছেন।” । ঢাকের বাজনা থামিল—এ দিকে গোলযোগ শুনিয়া কৌতু হলীকৃষ্ট দশকগণ সৈনিকদিগের গায়ের উপর বাপাইয়া পড়িতে লাগিল। গণেশদেব অগির আস্ফালনে জনতা ছিন্ন করিয়া মুক্ত সন্ন্যাসিনীকে কহিলেন, “আমার অনুসরণ করুন, সৈনিকের কেছ আর তাহা হইলে আপনাকে বুধি দিতে সাহস করিবে না।” সন্ন্যাসিনী বলিলেন, “জানি, বৎস, তুমি থাকিতে আর কোন ভয় নাই। কিন্তু আমি পথ ধরি তুমি আমার সঙ্গে সঙ্গে এস ; এখানকার পথ ঘাট আমি বেশ জানি ।” দর্শকবৃন্দ অবাক হইয়া রহিল, সৈনিকের কেছ হস্তোত্তোলন করিতে সাহস করিল না। গণেশদেব সন্ন্যাসিনীয় সহিত বনপথে अष्ट्रक श्हेब्र ८श्रप्णन ।