পাতা:ফুলের মালা.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা مولويه

  • ছাড়িয়া দিয়াছেন-বলেন কি ? পলাইতে দেন নাই ত?” “ধদি পলাইতে না দিলাম তবে আর ছাড়িয়া দিলাম কি ?” “আপনি তামাসা করিতেছেন। পলাইবে কি ? আমি যে সৈনিকদের পাহারায় রাখিয়া আসিয়াছি।”

“সৈনিকদের দোষ নাই ; আমি বলপূর্বক তাহাকে মুক্ত করিয়া, সঙ্গে করিয়া নিরাপদ স্থানে ছাড়িয়া দিয়াছি।” আজিম খা হতজ্ঞান হুইয়া বলিল-—“করিলেন কি ! বাদসাহ যে ফকিরাণীর মুখে সমস্ত খবর জানিতে চাহেন। মহারাজ, তাহাকে কোথায় রাধিয়াছেন বলুন ? নহিলে আপনি রাজবিদ্রোহী বলিয়া গণ্য হইবেন ।” গণেশদেব বলিলেন--"ল্পাঞ্জা অন্যায় হুকুম করিলে তাহার লঙ্ঘন বিগ্রেীস্থিত নহে । বাদ সাহকে বলিবেন--আমার পিতামহ তাহার পিতার যে উপকার করেন তাহার বিনিময়ে আমি সন্ন্যাসিনীর মুক্তি ভিক্ষা করিড়েছি।” আজিম থা বলিল—“দেখুন, মহারাজ, আপনি দেখিতেছি নিতান্ত দুগ্ধপোষ্য। যখন কাহাকেও শত্রু করা আবশ্বক বিবেচনা করিবেন, তখন তাহকে আপনার পূর্বকৃত উপকার স্মরণ করাইয়া দিবেন । যদি এস্থলে আপনার সে অভিপ্রায় না থাকে তবে ধিনী বাকাব্যয়ে সন্ন্যাসিনীকে ফিরাইয়। দিন ।” গণেশ । তাহ দিব না। আপনি ত পুরুষ—আপনি বলুন দেখি, শরণাগত স্ত্রীলোকের রক্ষার জন্ত বাদগাহের ক্রোধ আপনি উপেক্ষা করিতেস কি না ? पञांबिभ । उtग ऊांशहै इडेफ । किन्नु छांब्रिप्त ब्रांभून ; এখনি বন্দী করিতে জাগিব। সাতনি এখন বাদশাহকে পাইয়া