পাতা:ফুলের মালা.djvu/৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফুলের মালা । واديو স্থাপন আপনার আজ্ঞায় জানাইতেছি যে, প্রথমতঃ আমি সন্ন্যালিনীর মুক্তি চাই—দ্বিতীয়তঃ এই এক বৎসরের যুদ্ধে আমার যে ক্ষতি হইয়াছে, তাহার ক্ষতি পূরণ স্বরূপ দিনাজপুর নিষ্কর করিয়া দিতে হইবে।” বাদসহি ভ্ৰকুট কুটীল করিয়া বলিলেন, “কিন্তু তোমার বিদ্রোচিতায় আমার যে ক্ষতি হইয়াছে তাহার পূরণ হইবে কিরূপে ?” গণেশ। যুবরাজের সহিত যুদ্ধে আমি আপনার সহায়তা করিব। বাদসাহ । যে সমস্তু প্রজ-তাহার ইচ্ছা বা অনিচ্ছাব উপর কি তাহ নির্ভর করে । সহায়তা না করিলে ত তুমি দণ্ডনীয়। এতদিন রাজবিদ্রোহী হইয়া যে অন্তীয় করিয়tছ, তাহার কি শাস্তি ? -" গণেশ। আপনার এক্তারের মধ্যে আনিবার পূর্বে এ শাস্তির বন্দোবস্ত করিলে ঠিক হইত। বিশ্বাসস্থলে এখন শাস্তির কথা বিশ্বাসঘাতকতা মাত্র । বাদসাহ ! শঠের সহিত শঠতা বিশ্বাস ভঙ্গ নহে ! এরূপ নহিলে শাস্তিরক্ষার উপায় নাই। আজিম খাঁ, ইহাকে বন্দী কর।” বাদসাহ যে এতদূর অপ্রকৃতিস্থ হইবেন, তাহ সভাসদের কেহ মনে করে নাই। তাছারা অবাক হইয়া রহিল। আজিম গ্ন রাজাঞ্জা পালনে উদ্যত না হইয়া বন্ধপদ বিক্ষিতনেত্ৰে চাহিয়া রহিল। রাজার সহিত তাহারই কথাবার্তা ; আজিম খাঁর কথাতেই আশ্বস্ত হইয়া গণেশদেব এখানে আসিয়াছেন ; সে অজ্ঞাতভাবে বিশ্বাসঘাতকতার কারণস্বরূপ হইয়াছে। তাহার সমস্ত अ९७डूखि हेशरङ आषांउ थांशं शश्व ७हे अञ्चांtब्रज बिझटक